পণ্যের ক্রয়মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্য-২ ১. উৎপাদন মোট ব্যয়ের এক একটি ভাগকে কী বলা হয়? উৎপাদন ব্যয় উৎপাদন ব্যয়ের উপাদান প্রত্যক্ষ খরচ পরোক্ষ খরচ ২. ক্রয়কৃত পণ্যকে বিক্রয় উপযোগী করতে কোন খরচ সংঘটিত হয়? প্রত্যক্ষ খরচ পরোক্ষ খরচ সুনাম খরচ উৎপাদন খরচ ৩. কোনটি অপরিচালন ব্যয়? পণ্য ক্রয় মজুরি অনাদায়ী পাওনা মূলধনের সুদ ৪. কয়টি ধাপে উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করা হয়? দুইটি তিনটি চারটি পাঁচটি ৫. বেতন, কমিশন, ভাড়া, স্টেশনারি, টেলিফোন বিল ইত্যাদি কোন খরচের উদাহরণ? প্রত্যক্ষ খরচ বিক্রয় খরচ উৎপাদন খরচ পরোক্ষ খরচ ৬. কোনটি প্রশাসনিক উপরিব্যয়ের অন্তর্ভুক্ত? বিক্রয় বাট্টা বিমা খরচ অনাদায়ী পাওনা সুদ খরচ ৭. মোট লাভের পরিমাণ একই হলে বিক্রয়মূল্যের ওপর লাভের হার যা হবে ক্রয়মূল্যের ওপর তা কেমন হবে? কম হবে বেশি হবে সমান হবে কম বা বেশি হবে ৮. প্রত্যক্ষ মজুরির উদাহরণ? i. পাট কলে শ্রমিকের মজুরি ii. পণ্য মিশ্রণকারীর মজুরি iii. পণ্য গণনাকারীর মজুরি নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, iiও iii ৯. ব্যয় বিবরণী প্রস্তুত করা হয়- i. এক মাসের জন্য ii. প্রতিষ্ঠানের প্রয়োজনে যে কোন সময় iii. নির্দিষ্ট সময়ের জন্য নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ১০. ক্রয়মূল্যের সাথে বিক্রয় উপরিখরচ এবং মুনাফা যোগ করে কোনটি নির্ণয় করা হয়? ক্রিত পণ্যের মোট ব্যয় বিক্রিত পন্যের মোট ব্যয় বিক্রয়মূল্য বিক্রয় ব্যয় কুইজ সমাপ্ত করুন