পণ্যের ক্রয়মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্য-২

পণ্যের ক্রয়মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্য-২

১. উৎপাদন মোট ব্যয়ের এক একটি ভাগকে কী বলা হয়?

  • উৎপাদন ব্যয়
  • উৎপাদন ব্যয়ের উপাদান
  • প্রত্যক্ষ খরচ
  • পরোক্ষ খরচ

২. ক্রয়কৃত পণ্যকে বিক্রয় উপযোগী করতে কোন খরচ সংঘটিত হয়?

  • প্রত্যক্ষ খরচ
  • পরোক্ষ খরচ
  • সুনাম খরচ
  • উৎপাদন খরচ

৩. কোনটি অপরিচালন ব্যয়?

  • পণ্য ক্রয়
  • মজুরি
  • অনাদায়ী পাওনা
  • মূলধনের সুদ

৪. কয়টি ধাপে উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করা হয়?

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

৫. বেতন, কমিশন, ভাড়া, স্টেশনারি, টেলিফোন বিল ইত্যাদি কোন খরচের উদাহরণ?

  • প্রত্যক্ষ খরচ
  • বিক্রয় খরচ
  • উৎপাদন খরচ
  • পরোক্ষ খরচ

৬. কোনটি প্রশাসনিক উপরিব্যয়ের অন্তর্ভুক্ত?

  • বিক্রয় বাট্টা
  • বিমা খরচ
  • অনাদায়ী পাওনা
  • সুদ খরচ

৭. মোট লাভের পরিমাণ একই হলে বিক্রয়মূল্যের ওপর লাভের হার যা হবে ক্রয়মূল্যের ওপর তা কেমন হবে?

  • কম হবে
  • বেশি হবে
  • সমান হবে
  • কম বা বেশি হবে

৮. প্রত্যক্ষ মজুরির উদাহরণ? i. পাট কলে শ্রমিকের মজুরি ii. পণ্য মিশ্রণকারীর মজুরি iii. পণ্য গণনাকারীর মজুরি নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

৯. ব্যয় বিবরণী প্রস্তুত করা হয়- i. এক মাসের জন্য ii. প্রতিষ্ঠানের প্রয়োজনে যে কোন সময় iii. নির্দিষ্ট সময়ের জন্য নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

১০. ক্রয়মূল্যের সাথে বিক্রয় উপরিখরচ এবং মুনাফা যোগ করে কোনটি নির্ণয় করা হয়?

  • ক্রিত পণ্যের মোট ব্যয়
  • বিক্রিত পন্যের মোট ব্যয়
  • বিক্রয়মূল্য
  • বিক্রয় ব্যয়