হিসাববিজ্ঞান পরিচিতি-৬ ১. কে বিভিন্ন উৎস হতে কর, ভ্যাট শুল্ক ধার্যের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ রাজস্ব হিসাবে আদায় করে? ব্যবসায়ী সরকার বিচারক সচিব ২. সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠানের উদাহরণ- i. শিক্ষাপ্রতিষ্ঠান ii. বিজ্ঞানী সংস্থা iii. সামাজিক সংঘ নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৩. কোনটি অমুনাফাভোগী প্রতিষ্ঠান? বিদ্যালয় বিজ্ঞাপনী সংস্থা ব্যাংক বিমা ৪. পেশাজীবীদের (ডাক্তার, উকিল প্রভৃতি) হিসাব রাখার প্রয়োজন- আয়কর নির্ধারণের জন্য লাভ-লোকসান নির্ণয়ের জন্য আর্থিক বিবরণী প্রস্তুতের জন্য আর্থিক বিবরণী বিশ্লেষণের জন্য ৫. লুকা প্যাসিওলি কোন বিষয়ের ওপর তাঁর বহুল আলোচিত গ্রন্থখানি লিখেছেন? হিসাববিজ্ঞানের ওপর দুতরফা দাখিলার ওপর গণিতশাস্ত্রের ওপর দর্শনশাস্ত্রের ওপর ৬. দুতরফা দাখিলা পদ্ধতি হলো হিসাবরক্ষণের- ক্ষেত্র ভিত্তি পরিধি সীমা ৭. বর্তমান হিসাববিজ্ঞানের ভিত্তি কী? একতরফা দাখিলা পদ্ধতি দুতরফা দাখিলা পদ্ধতি তিন তরফা দাখিলা পদ্ধতি হিসাব রাখার দক্ষতা ৮. হিসাবরক্ষণের মূলনীতি হলো- i. লেনদেন চিহ্নিতকরণ ii. দু’তরফা দাখিলা iii. Double Entry system নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৯. মানুষ রশিতে গিঁট দিয়ে ফসল ও মজুদের হিসাব রাখা শিখল কবে? সভ্যতার সূচনাতে কৃষিকাজ আরম্ভ করার পর ব্যবসায়-বাণিজ্য শুরুর পর বিনিময় প্রথা চালুর পর ১০. বিনিময় প্রথা চালু হয় কখন? মুদ্রার প্রচলনের পূর্ববর্তী সময়ে মুদ্রার প্রচলনের পরবর্তী সময়ে কৃষিকাজ শুরুর সময়ে সভ্যতার সূচনা লগ্নে কুইজ সমাপ্ত করুন