হিসাববিজ্ঞান পরিচিতি-৬

হিসাববিজ্ঞান পরিচিতি-৬

১. কে বিভিন্ন উৎস হতে কর, ভ্যাট শুল্ক ধার্যের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ রাজস্ব হিসাবে আদায় করে?

  • ব্যবসায়ী
  • সরকার
  • বিচারক
  • সচিব

২. সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠানের উদাহরণ- i. শিক্ষাপ্রতিষ্ঠান ii. বিজ্ঞানী সংস্থা iii. সামাজিক সংঘ নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৩. কোনটি অমুনাফাভোগী প্রতিষ্ঠান?

  • বিদ্যালয়
  • বিজ্ঞাপনী সংস্থা
  • ব্যাংক
  • বিমা

৪. পেশাজীবীদের (ডাক্তার, উকিল প্রভৃতি) হিসাব রাখার প্রয়োজন-

  • আয়কর নির্ধারণের জন্য
  • লাভ-লোকসান নির্ণয়ের জন্য
  • আর্থিক বিবরণী প্রস্তুতের জন্য
  • আর্থিক বিবরণী বিশ্লেষণের জন্য

৫. লুকা প্যাসিওলি কোন বিষয়ের ওপর তাঁর বহুল আলোচিত গ্রন্থখানি লিখেছেন?

  • হিসাববিজ্ঞানের ওপর
  • দুতরফা দাখিলার ওপর
  • গণিতশাস্ত্রের ওপর
  • দর্শনশাস্ত্রের ওপর

৬. দুতরফা দাখিলা পদ্ধতি হলো হিসাবরক্ষণের-

  • ক্ষেত্র
  • ভিত্তি
  • পরিধি
  • সীমা

৭. বর্তমান হিসাববিজ্ঞানের ভিত্তি কী?

  • একতরফা দাখিলা পদ্ধতি
  • দুতরফা দাখিলা পদ্ধতি
  • তিন তরফা দাখিলা পদ্ধতি
  • হিসাব রাখার দক্ষতা

৮. হিসাবরক্ষণের মূলনীতি হলো- i. লেনদেন চিহ্নিতকরণ ii. দু’তরফা দাখিলা iii. Double Entry system নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৯. মানুষ রশিতে গিঁট দিয়ে ফসল ও মজুদের হিসাব রাখা শিখল কবে?

  • সভ্যতার সূচনাতে
  • কৃষিকাজ আরম্ভ করার পর
  • ব্যবসায়-বাণিজ্য শুরুর পর
  • বিনিময় প্রথা চালুর পর

১০. বিনিময় প্রথা চালু হয় কখন?

  • মুদ্রার প্রচলনের পূর্ববর্তী সময়ে
  • মুদ্রার প্রচলনের পরবর্তী সময়ে
  • কৃষিকাজ শুরুর সময়ে
  • সভ্যতার সূচনা লগ্নে