জাবেদা-২ ১. ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয়- নগদ ক্রয় চেকের মাধ্যমে ক্রয় ধারে ক্রয় বিলের মাধমে ক্রয় ২. নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ হয় কোনটি? ঋণ পরিশোধ নগদে পণ্য ক্রয় নগদে পণ্য বিক্রয় পাওনাদারকে পরিশোধ ৩. কোনগুলো পরবর্তী বছরের প্রারম্ভিক উদ্বৃত্ত হিসাবে দেখানো হয়? সম্পত্তি ও ব্যয়সমূহ দায় ও ব্যবসমূহ আয় ও মূলধনসমূহ দায় ও সম্পত্তিসমূহ ৪. সুমনা লিমিটেডের নিকট ১০% কারবারি বাট্টায় ১,৮০,০০০ টাকার পণ্য বিক্রয় করে ২০,০০০ টাকার একটি চেক পাওয়া গেল। বিক্রয় জাবেদায় কত দেখাতে হবে? ১,৪০,০০০ টাকা ১,৪২,০০০ টাকা ১,৬০,০০০ টাকা ২,০০,০০০ টাকা ৫. বিশেষ জাবেদা হচ্ছে- i. বিক্রয় জাবেদা ii. নগদ প্রদান জাবেদা iii. সমাপনী জাবেদা নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৬. ধারে ক্রয়কৃত পণ্যের কিছু অংশ ফেরত পাঠানোর কারণ- i. নমুনা মাফিক না হওয়া ii. মিন্মমানের হওয়া iii. ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৭. ক্রয় জাবেদায় অন্তভূক্ত হয়- i. ক্রীত পণ্য ফেরত ii. ধারে ক্রয় iii. নগদ ক্রয় নিচের কোনটি সঠিক? i ii iii i ও ii ৮. উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: হানিফ একজন ব্যবসায়ী। তিনি ৫ মে ২০১৩ ইং তারিখে মেসার্স সানি এন্ড কোং কে প্রতি কেজি ৩০ টাকা দরে ৫ কুইন্টাল ধান নিম্নমানের কারণে ফেরত দেন। কারবারি বাট্টা ১০% ও ডেবিট নোট নং ০৭। জনাব হানিফ তার ক্রয় ফেরত বইতে কত টাকার হিসাব লিখেন? ৩০,০০০ টাকা ১৫,০০০ টাকা ১৩,৫০০ টাকা ৩,০০০ টাকা ৯. উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: হানিফ একজন ব্যবসায়ী। তিনি ৫ মে ২০১৩ ইং তারিখে মেসার্স সানি এন্ড কোং কে প্রতি কেজি ৩০ টাকা দরে ৫ কুইন্টাল ধান নিম্নমানের কারণে ফেরত দেন। কারবারি বাট্টা ১০% ও ডেবিট নোট নং ০৭। এখানে কারবারি বাট্টার পরিমাণ কত? ১০০ টাকা ১৫০ টাকা ১,৫০০ টাকা ১৫,০০০ টাকা ১০. চেক মারফত কোনো পাওনা আদায় হলে কোন হিসাব ডেবিট হয়? ব্যাংক হিসাব নগদান হিসাব দেনাদার হিসাব ব্যাংক জমাতিরিক্ত হিসাব কুইজ সমাপ্ত করুন