জাবেদা-২

জাবেদা-২

১. ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয়-

  • নগদ ক্রয়
  • চেকের মাধ্যমে ক্রয়
  • ধারে ক্রয়
  • বিলের মাধমে ক্রয়

২. নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ হয় কোনটি?

  • ঋণ পরিশোধ
  • নগদে পণ্য ক্রয়
  • নগদে পণ্য বিক্রয়
  • পাওনাদারকে পরিশোধ

৩. কোনগুলো পরবর্তী বছরের প্রারম্ভিক উদ্বৃত্ত হিসাবে দেখানো হয়?

  • সম্পত্তি ও ব্যয়সমূহ
  • দায় ও ব্যবসমূহ
  • আয় ও মূলধনসমূহ
  • দায় ও সম্পত্তিসমূহ

৪. সুমনা লিমিটেডের নিকট ১০% কারবারি বাট্টায় ১,৮০,০০০ টাকার পণ্য বিক্রয় করে ২০,০০০ টাকার একটি চেক পাওয়া গেল। বিক্রয় জাবেদায় কত দেখাতে হবে?

  • ১,৪০,০০০ টাকা
  • ১,৪২,০০০ টাকা
  • ১,৬০,০০০ টাকা
  • ২,০০,০০০ টাকা

৫. বিশেষ জাবেদা হচ্ছে- i. বিক্রয় জাবেদা ii. নগদ প্রদান জাবেদা iii. সমাপনী জাবেদা নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৬. ধারে ক্রয়কৃত পণ্যের কিছু অংশ ফেরত পাঠানোর কারণ- i. নমুনা মাফিক না হওয়া ii. মিন্মমানের হওয়া iii. ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৭. ক্রয় জাবেদায় অন্তভূক্ত হয়- i. ক্রীত পণ্য ফেরত ii. ধারে ক্রয় iii. নগদ ক্রয় নিচের কোনটি সঠিক?

  • i
  • ii
  • iii
  • i ও ii

৮. উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: হানিফ একজন ব্যবসায়ী। তিনি ৫ মে ২০১৩ ইং তারিখে মেসার্স সানি এন্ড কোং কে প্রতি কেজি ৩০ টাকা দরে ৫ কুইন্টাল ধান নিম্নমানের কারণে ফেরত দেন। কারবারি বাট্টা ১০% ও ডেবিট নোট নং ০৭। জনাব হানিফ তার ক্রয় ফেরত বইতে কত টাকার হিসাব লিখেন?

  • ৩০,০০০ টাকা
  • ১৫,০০০ টাকা
  • ১৩,৫০০ টাকা
  • ৩,০০০ টাকা

৯. উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: হানিফ একজন ব্যবসায়ী। তিনি ৫ মে ২০১৩ ইং তারিখে মেসার্স সানি এন্ড কোং কে প্রতি কেজি ৩০ টাকা দরে ৫ কুইন্টাল ধান নিম্নমানের কারণে ফেরত দেন। কারবারি বাট্টা ১০% ও ডেবিট নোট নং ০৭। এখানে কারবারি বাট্টার পরিমাণ কত?

  • ১০০ টাকা
  • ১৫০ টাকা
  • ১,৫০০ টাকা
  • ১৫,০০০ টাকা

১০. চেক মারফত কোনো পাওনা আদায় হলে কোন হিসাব ডেবিট হয়?

  • ব্যাংক হিসাব
  • নগদান হিসাব
  • দেনাদার হিসাব
  • ব্যাংক জমাতিরিক্ত হিসাব