খতিয়ান-৩ ১. Brought forward অর্থ কী? নিচে নীত সম্মুখে উপর থেকে আনীত পেছন থেকে আনীত ২. চলমান জের ছকের উপরে ডান দিকে হিসাবের কোড নম্বর লেখা হয় কেন? হিসাব সহজীকরণে হিসাব স্থানান্তরকরণে সহজে সিদ্ধান্ত গ্রহনে সহজে হিসাব খুঁজে পেতে ৩. জনাব মাহির ব্যবসায়ে ডিসেম্বর মাসের ১ তারিখে প্রাপ্য হিসাবের পরিমাণ ছিল ২,৫০০ টাকা। তিনি উক্ত মাসে আরও ৫,০০০ টাকার পণ্য রহিমের কাছে বিক্রয় করেন। জনাব মাহির সামান্তে প্রাপ্য হিসাবের পরিমাণ কত? ২,৫০০ টাকা ৫,০০০ টাকা ৭,৫০০ টাকা ৯,৫০০ টাকা ৪. কোন হিসাবগুলোর সর্বদাই ক্রেডিট ব্যালেন্স হয়? প্রাপ্য ভাড়া, প্রাপ্য বিল, প্রদেয় বিল উত্তোলন, মূলধন, প্রদেয় বিল দালানকোঠা, প্রাপ্য বিল, প্রদেয় বিল পাওনাদার, ঋণ প্রদেয় বিল ৫. চলমান জের ছক অণুসরণ করে হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করা হয়- সপ্তাহের শেষে মাস শেষে প্রতিটি লেনদেন লিপিবদ্ধকরণের পর দিনের শেষে ৬. পূর্বর্তী হিসাবকাল থেকে বর্তমান হিসাবকালে আনীত বোঝাতে ব্যবহৃত হয়- i. B/d ii. B/F iii. C/F নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৭. বিক্রয় জাবেদায় প্রতিটি এন্ট্রির জন্য একটি করে এন্ট্রি প্রয়োজন হয়- i. প্রাপ্য হিসাব খতিয়ানে ii. প্রদেয় হিসাব খতিয়ানে iii. সহকারী খতিয়ানে নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৮. Subsidiary Leger কি? প্রতিটি পাওনাদারের জন্য স্বতন্ত্র খতিয়ান তৈরি করা প্রতিটি আয়ের জন্য স্বতন্ত্র খতিয়ান তৈরি করা প্রতিটি লেনদেনের জন্য স্বতন্ত্র হিসাব তৈরী করা আসবাবপত্র হিসাব ৯. সাধারণ খতিয়ান- i. বিক্রয় হিসাব ii. দেনাদার হিসাব iii. পাওনাদার হিসাব নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ১০. মূল হিসাব নামে অভিহিত করা হয়- i. শুধু দেনাদার হিসাব ii. শুধু পাওনাদার হিসাব iii. শুধু ক্রয় হিসাব নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii কুইজ সমাপ্ত করুন