খতিয়ান-৩

খতিয়ান-৩

১. Brought forward অর্থ কী?

  • নিচে নীত
  • সম্মুখে
  • উপর থেকে আনীত
  • পেছন থেকে আনীত

২. চলমান জের ছকের উপরে ডান দিকে হিসাবের কোড নম্বর লেখা হয় কেন?

  • হিসাব সহজীকরণে
  • হিসাব স্থানান্তরকরণে
  • সহজে সিদ্ধান্ত গ্রহনে
  • সহজে হিসাব খুঁজে পেতে

৩. জনাব মাহির ব্যবসায়ে ডিসেম্বর মাসের ১ তারিখে প্রাপ্য হিসাবের পরিমাণ ছিল ২,৫০০ টাকা। তিনি উক্ত মাসে আরও ৫,০০০ টাকার পণ্য রহিমের কাছে বিক্রয় করেন। জনাব মাহির সামান্তে প্রাপ্য হিসাবের পরিমাণ কত?

  • ২,৫০০ টাকা
  • ৫,০০০ টাকা
  • ৭,৫০০ টাকা
  • ৯,৫০০ টাকা

৪. কোন হিসাবগুলোর সর্বদাই ক্রেডিট ব্যালেন্স হয়?

  • প্রাপ্য ভাড়া, প্রাপ্য বিল, প্রদেয় বিল
  • উত্তোলন, মূলধন, প্রদেয় বিল
  • দালানকোঠা, প্রাপ্য বিল, প্রদেয় বিল
  • পাওনাদার, ঋণ প্রদেয় বিল

৫. চলমান জের ছক অণুসরণ করে হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করা হয়-

  • সপ্তাহের শেষে
  • মাস শেষে
  • প্রতিটি লেনদেন লিপিবদ্ধকরণের পর
  • দিনের শেষে

৬. পূর্বর্তী হিসাবকাল থেকে বর্তমান হিসাবকালে আনীত বোঝাতে ব্যবহৃত হয়- i. B/d ii. B/F iii. C/F নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৭. বিক্রয় জাবেদায় প্রতিটি এন্ট্রির জন্য একটি করে এন্ট্রি প্রয়োজন হয়- i. প্রাপ্য হিসাব খতিয়ানে ii. প্রদেয় হিসাব খতিয়ানে iii. সহকারী খতিয়ানে নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৮. Subsidiary Leger কি?

  • প্রতিটি পাওনাদারের জন্য স্বতন্ত্র খতিয়ান তৈরি করা
  • প্রতিটি আয়ের জন্য স্বতন্ত্র খতিয়ান তৈরি করা
  • প্রতিটি লেনদেনের জন্য স্বতন্ত্র হিসাব তৈরী করা
  • আসবাবপত্র হিসাব

৯. সাধারণ খতিয়ান- i. বিক্রয় হিসাব ii. দেনাদার হিসাব iii. পাওনাদার হিসাব নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

১০. মূল হিসাব নামে অভিহিত করা হয়- i. শুধু দেনাদার হিসাব ii. শুধু পাওনাদার হিসাব iii. শুধু ক্রয় হিসাব নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii