দু‘তরফা দাখিলা পদ্ধতি -৪

দু‘তরফা দাখিলা পদ্ধতি -৪

১. যে পদ্ধতিতে প্রতিটি লেনদেনের ডেবিট ও ক্রেডিট এ উভয়দিক লিপিবদ্ধ করা হয় তাকে কী বলে?

  • একতরফা দাখিলা পদ্ধতি
  • জাবেদা বই
  • ক্রয় বই ও বিক্রয় বই
  • দুতরফা দাখিলা পদ্ধতি

২. কারবারি লেনদেনে যে পক্ষ সুবিধা পায় তাকে বলে-

  • পাওনাদার
  • দেনাদার
  • ক্রেডিটর
  • মোট লাভ

৩. লেনদেনের পূর্ণাঙ্গ হিসাব এবং নিঁখুত ফলাফল পেতে হলে কোন পদ্ধতিতে হিসাব রাখা প্রয়োজন?

  • একতরফা দাখিলা পদ্ধতিতে
  • জমাখরচ লেখার পদ্ধতিতে
  • দুতরফা দাখিলা পদ্ধতিতে
  • চূড়ান্ত হিসাবের মাধ্যমে

৪. প্রতিটি লেনদেন প্রভাবিত করে-

  • হিসাবরক্ষণকে
  • হিসাব নীতিকে
  • হিসাব সমীকরণকে
  • দুতরফা দাখিলাকে

৫. দুতরফা দাখিলা পদ্ধতিতে লেনদেন প্রভাবিত হয়-

  • একটি হিসাবখাত দ্বারা
  • দুটি হিসাবখাত দ্বারা
  • দু তারিখের দুটি হিসাবখাত দ্বারা
  • কোনো হিসাবখাত দ্বারা নয়

৬. দুতরফা দাখিলা পদ্ধতি একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি। কারণ-

  • এতে বিজ্ঞানের সূত্র প্রয়োগ করা যায়
  • হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়
  • সম্পদ ও দায়-দেনার সঠিক পরিমাণ জানা যায়
  • নিট আয়ের পরিমাণ জানা যায়

৭. দুতরফা দাখিলা পদ্ধতি একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি। কারণ- i. এতে বিজ্ঞানের সূত্র প্রয়োগ করা হয় ii. এতে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে প্রতিটি লেনদেন লিপিবদ্ধ করা হয় iii. এতে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয় নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৮. দুতরফা দাখিলা পদ্ধতিতে- i. সুবিধা গ্রহণকারী ডেবিট ii. সুবিধা গ্রহণকারী ক্রেডিট iii. সুবিধা প্রদানকারী ক্রেডিট নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৯. স্বত্বাধিকার হ্রাসের সঠিক কারণ চিহ্নিত কর।

  • উত্তোলন এবং নগদ কমে যাওয়া
  • খরচ ও দায় বেড়ে যাওয়া
  • উত্তোলন ও খরচ বেড়ে যাওয়া
  • খরচ ও দায় কমে যাওয়া

১০. দুতরফা দাখিলা পদ্ধতির ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো হলো i. দুটি বিপরীতমুখী ও সমান ফলাফল উৎপন্ন ii. মোট সম্পত্তি = মোট দায় iii. গ্রহীতার হিসাব ডেবিট ও দাতার হিসাব ক্রেডিট নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii