রেওয়ামিল-৫ ১. যে সমস্ত হিসাবের উদ্বৃত্ত রেওয়ামিলের ক্রেডিট দিকে বসবে- i. যাবতীয় দায় হিসাব ii. সমস্ত প্রকার আয় বা লাভ iii. বকেয়া খরচ নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ২. রেওয়ামিলের ডেবিট দিকে দেখানো হয় সম্পদ, ব্যয়, বকেয়া আয় ও অগ্রিম খরচ সম্পদ, ব্যয়, অগ্রিম আয় ও অগ্রিম খরচ সম্পদ, ব্যয়, বকেয়া খরচ ও অগ্রিম আয় দায়, আয়, বকেয়া খরচ ও অগ্রিম আয় ৩. অগ্রিম মজুরি রেওয়ামিলের কোন ঘরে বসে? ডেবিট ঘরে ক্রেডিট ঘরে বিবরণের ঘরে সকল ঘরে ৪. কোনটি রেওয়ামিলের ডেবিট পাশে বসে না? শিক্ষানবিশ ভাতা মজুরি বেতন বকেয়া বেতন ৫. অনাদায়ি বিনিয়োগের সুদ রেওয়ামিলের কোন পার্শ্বে বসবে? ডেবিট দিকে ক্রেডিট দিকে উভয় দিকে কোনো দিকেই নয় ৬. রয়েছে। বিনিয়োগের অনাদায়ি সুদ’ রেওয়ামিলে বসবে- ডেবিট দিকে ৫,০০০ টাকা ক্রেডিট দিকে ৫,০০০ টাকা ডেবিট দিকে ৫৫,০০০ টাকা ক্রেডিট দিকে ৫৫,০০০ টাকা ৭. কোনটি রেওয়ামিলের ডেবিট দিকে বসে? ঋণপত্র শিক্ষানবিশ সেলামি ইজারা সম্পত্তি ক্রয় ফেরত ৮. দেনাদারের ওপর বাট্টা সঞ্চিতি রেওয়ামিলের- ক্রেডিট কলামে বসে ডেবিট কলামে বসে উভয় কলামে বসে কোনো কলামেই বসে না ৯. কোনটি রেওয়ামিলের ক্রেডিট দিকে বসে? প্রাপ্য বিল অগ্রিম প্রাপ্ত আয় বকেয়া প্রাপ্ত ভাড়া বিনিয়োগেরবকেয়া সুদ ১০. ‘অগ্রিম শিক্ষানবিশ প্রিমিয়াম’ রেওয়ামিলের কোন কলামে বসে? ডেবিট কলামে ক্রেডিট কলামে ডেবিট অথবা ক্রেডিট কলামে ডেবিট এবং ক্রেডিট কলামে কুইজ সমাপ্ত করুন