দুতরফা দাখিলা পদ্ধতি-৫ ১. একটি প্রতিষ্ঠানের মোট সম্পত্তি ৬০,০০০ টাকা। দায় মোট সম্পত্তির ১/৪ অংশ। কারবারের স্বত্বাধিকারীর পরিমাণ কত? ৬০,০০০ টাকা ৩০,০০০ টাকা ৪০,০০০ টাকা ৪৫,০০০ টাকা ২. নিচের অনুচ্ছেদটি পড়ে 3 ও 4 নং নম্বর প্রশ্নের উত্তর দাও: ইসমতের নিকট ১,০০,০০০ টাকার পণ্য বিক্রয় করে ১০% কমিশন বাদ দিয়ে ৫০,০০০ টাকার একটি চেক ও ২০,০০০ টাকা নগদে পাওয়া গেল। 3.ইসমতের নিকট কত টাকা পাওনা রয়েছে? ২০,০০০ টাকা ৩০,০০০ টাকা ৫০,০০০ টাকা ৭০,০০০ টাকা ৩. বাকিতে ব্যবসা করলে এর প্রভাব হয়- i. ব্যবসায়ের সম্প্রসারণ ii. দেনাদারের পরিমাণ বৃদ্ধি iii. পাওনাদারের পরিমাণ বৃদ্ধি নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৪. নিচের অনুচ্ছেদটি পড়ে 5 ও 6 নং নম্বর প্রশ্নের উত্তর দাও : জনাব বাজিদ এর ব্যবসায়ে মার্চ মাসে নিম্নোক্ত ঘটনাগুলো সম্পন্ন হয়: মার্চ ১০, আসবাবপত্র ক্রয় ১০,০০০ টাকা। মার্চ ১৫, ব্যবসায় থেকে ছেলের স্কুলের বেতন প্রদান ১,০০০ টাকা। মার্চ ২০, পিয়াল ট্রেডার্সকে ২০,০০০ টাকা মূল্যের পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান। 5. জনাব রাজিদ এর ১০ তারিখের লেনদেনটির সাথে জড়িত হিসাব দুটি হলো আসবাবপত্র ও নগদান হিসাব ক্রয় ও নগদান হিসাব আসবাবপত্র ও পাওনাদার হিসাব নগদান ও অফিস সরঞ্জাম হিসাব ৫. উক্ত ব্যবসায়ের ১,০০০ টাকা লেনদেন দ্বারা হিসাব সমীকরণের ওপর প্রভাব পড়বে i. A হ্রাস ii. L হ্রাস iii. E হ্রাস নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৬. নিচের অনুচ্ছেদটি পড়ে 7 ও 8 নং নম্বর প্রশ্নের উত্তর দাও : জনাব মাসুদ একজন ব্যবসায়ী। তিনি ২০১৪ সালে ১ জানুয়ারি ২০,০০০ টাকা মূলধন বাবদ আনয়ন করেন। জানুয়ারি-৫ তারিখে ধারে মাল বিক্রয় করেন ৩,০০০ টাকা এবং নগদে মাল ক্রয় করেন ৪,০০০ টাকা, বেতন বাবদ ২,০০০ টাকা প্রদান করেন। 7. জানুয়ারি-৫ তারিখে জনাব মাসুদের নগদ উদ্বৃত্বের পরিমাণ কত? ১২,০০০ টাকা ১৭,০০০ টাকা ১৪,০০০ টাকা ২৪,০০০ টাকা ৭. উদ্দীপকের আলোকে দেনাদারের টাকার পরিমাণ কত? ২০,০০০ টাকা ৩,০০০ টাকা ৪,০০০ টাকা ২,০০০ টাকা ৮. চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী কী প্রস্তুত করা হয়? জাবেদা খতিয়ান হিসাবচক্র হিসাব খাত ৯. শ্রেণিবিন্যাসকরণ হিসাবচক্রের কোন পর্যায়? প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ কুইজ সমাপ্ত করুন