নগদান বই-২

নগদান বই-২

১. অফিসের জন্য ১০,০০০ টাকা উত্তো্লন, পথে ১,০০০ টাকা হারিয়ে গেলে নগদান হিসাবে কত লিখতে হবে?

  • ১,০০০ টাকা
  • ৯,০০০ টাকা
  • ১০,০০০ টাকা
  • ১১,০০০ টাকা

২. ১০% বাট্টায় ১০,০০০ টাকার পণ্য ক্রয় করে ৫০% চেকে ও ৫০% নগদে পরিশোধ করা হলে, নগদান বইতে ব্যাংক কলামে কত টাকা লিখতে হবে?

  • ১০,০০০ টাকা
  • ৫,০০০ টাকা
  • ৪,৫০০ টাকা
  • ২,০০০ টাকা

৩. জনাব্ আনিছ ৫% বাট্টা পেয়ে ৩০,০০০ টাকার পণ্য ক্রয় করেন যার ৬০% বাকিতে। দুইঘরা নগদান বইয়ে কী হবে?

  • ক্রেডিট দিকে, নগদের ঘরে ১২,০০০ টাকা
  • ক্রেডিট দিকে, নগদের ঘরে ১১,৪০০ টাকা
  • ডেবিট দিকে, নগদের ঘরে ১১,৪০০ টাকা
  • ব্যাংক ও নগদের ঘরে ক্রেডিটি ৩০,০০০ টাকা

৪. প্রতিষ্ঠানে দু‘ঘরা নগদান বই সংরক্ষণ করলে জানা যায়- i. ভুল-ভ্রান্তির ধরন ii. নগদ উদ্বৃত্তের পরিমাণ iii. ব্যাংকে জমার পরিমাণ নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৫. নগদ বাট্টার উদ্ভব হয় কখন?

  • নগদে প্রাপ্তি ঘটলে
  • নগদে দেনা-পাওনা পরিশোধ করলে
  • ধারে ক্রয়-বিক্রয় করলে
  • নগদে ক্রয়-বিক্রয় করলে

৬. কারবারি বাট্টা নগদান বইয়ের কোন দিকে বসে?

  • ডেবিট দিকে
  • বহির্ভূত থাকবে
  • ক্রেডিট দিকে
  • উভয় দিকে

৭. পাওনাদার বারিককে ৫,০০০ টাকা ৭% বাট্টায় পরিশোধ করা হল। এখানে বাট্টা কত টাকা?

  • ৩০০ টাকা
  • ৩৫০ টাকা
  • ৪০০ টাকা
  • ৪৫০ টাকা

৮. প্রাপ্ত চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছিল ৭,০০০ টাকা, যা প্রত্যাখ্যাত হয়েছে। তিনঘরা নগদান বইয়ে এটি কীভাবে লিপিবদ্ধ হবে?

  • ক্রেডিটি দিকে ব্যাংক ঘরে ৭,০০০ টাকা
  • ডেবিট দিকে ব্যাংক ঘরে ৭,০০০ টাকা
  • ক্রেডিট দিকে নগদের ঘরে ৭,০০০ টাকা
  • ডেবিট দিকে নগদের ঘরে ৭,০০০ টাকা

৯. কন্ট্রা দাখিলার অন্তর্ভুক্ত- i. নগদ উত্তোলন ii.ব্যাংক হতে উত্তোলন iii.ব্যাংকে জমা দান নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

১০. তিনঘরা নগদান বইতে উভয় দিকের বাট্টা কলামের মোট যোগফল- i. পৃথক পৃথক লিখা হয় ii. মোট পার্থক্য নির্ণয় করা হয় iii. পার্থক্য নির্ণয় করা হয় না নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii