নগদান বই-২ ১. অফিসের জন্য ১০,০০০ টাকা উত্তো্লন, পথে ১,০০০ টাকা হারিয়ে গেলে নগদান হিসাবে কত লিখতে হবে? ১,০০০ টাকা ৯,০০০ টাকা ১০,০০০ টাকা ১১,০০০ টাকা ২. ১০% বাট্টায় ১০,০০০ টাকার পণ্য ক্রয় করে ৫০% চেকে ও ৫০% নগদে পরিশোধ করা হলে, নগদান বইতে ব্যাংক কলামে কত টাকা লিখতে হবে? ১০,০০০ টাকা ৫,০০০ টাকা ৪,৫০০ টাকা ২,০০০ টাকা ৩. জনাব্ আনিছ ৫% বাট্টা পেয়ে ৩০,০০০ টাকার পণ্য ক্রয় করেন যার ৬০% বাকিতে। দুইঘরা নগদান বইয়ে কী হবে? ক্রেডিট দিকে, নগদের ঘরে ১২,০০০ টাকা ক্রেডিট দিকে, নগদের ঘরে ১১,৪০০ টাকা ডেবিট দিকে, নগদের ঘরে ১১,৪০০ টাকা ব্যাংক ও নগদের ঘরে ক্রেডিটি ৩০,০০০ টাকা ৪. প্রতিষ্ঠানে দু‘ঘরা নগদান বই সংরক্ষণ করলে জানা যায়- i. ভুল-ভ্রান্তির ধরন ii. নগদ উদ্বৃত্তের পরিমাণ iii. ব্যাংকে জমার পরিমাণ নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৫. নগদ বাট্টার উদ্ভব হয় কখন? নগদে প্রাপ্তি ঘটলে নগদে দেনা-পাওনা পরিশোধ করলে ধারে ক্রয়-বিক্রয় করলে নগদে ক্রয়-বিক্রয় করলে ৬. কারবারি বাট্টা নগদান বইয়ের কোন দিকে বসে? ডেবিট দিকে বহির্ভূত থাকবে ক্রেডিট দিকে উভয় দিকে ৭. পাওনাদার বারিককে ৫,০০০ টাকা ৭% বাট্টায় পরিশোধ করা হল। এখানে বাট্টা কত টাকা? ৩০০ টাকা ৩৫০ টাকা ৪০০ টাকা ৪৫০ টাকা ৮. প্রাপ্ত চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছিল ৭,০০০ টাকা, যা প্রত্যাখ্যাত হয়েছে। তিনঘরা নগদান বইয়ে এটি কীভাবে লিপিবদ্ধ হবে? ক্রেডিটি দিকে ব্যাংক ঘরে ৭,০০০ টাকা ডেবিট দিকে ব্যাংক ঘরে ৭,০০০ টাকা ক্রেডিট দিকে নগদের ঘরে ৭,০০০ টাকা ডেবিট দিকে নগদের ঘরে ৭,০০০ টাকা ৯. কন্ট্রা দাখিলার অন্তর্ভুক্ত- i. নগদ উত্তোলন ii.ব্যাংক হতে উত্তোলন iii.ব্যাংকে জমা দান নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ১০. তিনঘরা নগদান বইতে উভয় দিকের বাট্টা কলামের মোট যোগফল- i. পৃথক পৃথক লিখা হয় ii. মোট পার্থক্য নির্ণয় করা হয় iii. পার্থক্য নির্ণয় করা হয় না নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii কুইজ সমাপ্ত করুন