রেওয়ামিল-৮

রেওয়ামিল-৮

১. রেওয়ামিলে একটি হিসাবের ডেবিট জের ১৩০ টাকা ভুলে ক্রেডিট কলামে লেখা হয়েছে। অন্যান্য সবকিছু ঠিক থাকলে রেওয়ামিলের দুই পার্শ্বের পার্থক্য কত হবে?

  • ৬৫ টাকা
  • ১৩০ টাকা
  • ৩১০ টাকা
  • ২৬০ টাকা

২. বেতন হিসাবকে ২,৫০০ টাকার পরিবর্তে ২,০০০ টাকা ডেবিট এবং বিক্রয় হিসাবকে ৫,০০০ টাকার পরিবর্তে ৪,৫০০ টাকা ক্রেডিট করা হয়েছে। এটি কোন ধরনের ভুল?

  • নীতিগত ভুল
  • লেখার ভুল
  • বাদ পড়ার ভুল
  • পরিপূরক ভুল

৩. কোনটি করণিক ভুল নয়?

  • বাদ পড়ার ভুল
  • লিখার ভুল
  • বেদাখিলার ভুল
  • নীতিগত ভুল

৪. নিচের কোন ভুলটির কারণে রেওয়ামিলের উভয় দিক মিলে যাবে?

  • ক্রয় হিসাবকে ৫০০ টাকা বেশি ডেবিট করা
  • বেতন হিসাব দুইবার ডেবিট করা
  • আসবাবপত্র ক্রয় করে ক্রয় হিসাব ডেবিট করা
  • উত্তোলন হিসাবকে ১,২০০ টাকার পরিবর্তে ২০০ টাকা ডেবিট করা

৫. মি. রহমান ভুলবশত প্রতিষ্ঠানের কলকব্জা মেরামত ২,০০০ টাকা মেরামত খরচে ডেবিট না করে কলকব্জা হিসাবকে ডেবিট করেছে। এটি কী ধরনের ভুল?

  • পরিপূরক ভুল
  • বেদাখিলার ভুল
  • নীতিগত ভুল
  • বাদ পড়ার ভুল

৬. নিচের অনুচ্ছেদটি পড়ে 6 থেকে 8 প্রশ্নের উত্তর দাও: খান ব্রাদার্সের হিসাবরক্ষক দুতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করে জাবেদা ও খতিয়ানের পর রেওয়ামিল তৈরি করেন। ডিস্মেবর মাসে হিসাবরক্ষক মি. করিমের নিকট থেকে প্রাপ্ত ১০,০০০ টাকা ভুলবশত মি. রহিমের হিসাবখাতকে ক্রেডিট করেন। আবার আবু বকরের হিসাবকে ৫০০ টাকার স্থলে ৪০০ টাকা দ্বারা ডেবিট করেন এবঙ সুমনের হিসাবকে ৯০০ টাকার স্থলে ৮০০ টাকা দ্বারা ক্রেডিট করেন। 6. মি. করিমের নিকট থেকে প্রাপ্ত টাকা মি. রহিমের হিসাবে ক্রেডিট করার যে ভুলটি হলো তার নাম-

  • লেখার ভুল
  • পরিপূরক ভুল
  • বাদ পড়ার ভুল
  • নীতিগত ভুল

৭. করার ভুলকে বলা হবে

  • বাদ পড়ার ভুল
  • পরিপূরক ভুল
  • নীতিগত ভুল
  • লেখার ভুল

৮. করণিক ভুলের কারণে i. রেওয়ামিলের অমিল হয় ii. রেওয়ামিল মিলে যায় iii. উদ্বৃত্ত প্রভাবিত হয় কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৯. অনিশ্চিত হিসাবকে অন্য কী নামে অভিহিত করা যায়? i. সাময়িক হিসাব ii. অস্থায়ী হিসাব iii. গরমিল হিসাব কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

১০. অনিশ্চিত হিসাবকে ইংরেজিত বলে- _______ Account.

  • Suspense
  • Super
  • Sub
  • Standard