অংশীদারী কারবার-১

অংশীদারী কারবার-১

১. 1932 সালের অংশীদারি আইনের 58 ধারায় অংশীদারি ব্যবসায়ের কোন বিষয়ের উল্লেখ আছে?

  • নিবন্ধন
  • চুক্তিপত্র
  • গঠনপ্রণালি
  • বিলোপসাধন

২. অংশীদারি ব্যবসায়ের ঝুঁকি বন্টন দ্বারা কী বোঝায়?

  • সুবিধা
  • অসুবিধা
  • বৈশিষ্ট্য
  • বিষয়বস্তু

৩. ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়ে যেকোন অংশীদার বিলুপ্তি ঘোষণা করতে পারে

  • নোটিশ প্রদান করে
  • আত্মহত্যা করে
  • মারামারি করে
  • মামলা করে

৪. অংশীদারি সংগঠনের চুক্তি কখন আইনগত দলিলে পরিণত হয়?

  • চুক্তিটি নিবন্ধিত হলে
  • চুক্তি লিখিত হলে
  • চুক্তি মৌখিক হলে
  • নিবন্ধনের জন্য আবেদন করলে

৫. ব্যবসায় পরিচালনাকালে কোন অংশীদার তৃতীয় পক্ষের সাথে চুক্তিবদ্ধ হলে তার জন্য কে দায়ী হবে?

  • সকল অংশীদার
  • উক্ত অংশীদার
  • ব্যবসায় পরিচালকগণ
  • সকল অংশীদারদের পক্ষে একজন

৬. যে অংশীদার মূলধন বিনিয়োগ করে না কিন্তু সক্রিয়ভাবে ব্যবসায়ের কাজে অংশগ্রহণ করে। এ ধরণের অংশীদারকে কী বলে?

  • কর্মী
  • সক্রিয়
  • নামমাত্র
  • সীমিত

৭. অংশীদারী ব্যবসায়ে আইনগত সত্তা না থাকার কারণ কী?

  • আইন সৃষ্ট বলে
  • আইন সৃষ্ট নয় বলে
  • চুক্তি দ্বারা সৃষ্ট বলে
  • নিবন্ধিত বলে

৮. কোন অংশীদারকে অংশীদার হিসেবে পরিচয় দেওয়া হলেও কোন প্রতিক্রিয়া ব্যক্ত করে না?

  • প্রতিবন্ধ
  • সীমিত
  • নিষ্ক্রিয়
  • নামমাত্র

৯. মৃত অংশীদারের পাওনা কত মাসের মধ্যে নির্ধারণ করা হয়?

  • 3
  • 6
  • 9
  • 12

১০. নাবালক অংশীদার কোনটি করতে পারে?

  • ব্যবসায়ের হিসাব চাইতে
  • প্রতিষ্ঠানের অবসান চাইতে
  • নিজস্ব মূলধন ফেরত নিতে
  • ব্যবসায় পরিচালনায় অংশ নিতে