অংশীদারী কারবার-১ ১. 1932 সালের অংশীদারি আইনের 58 ধারায় অংশীদারি ব্যবসায়ের কোন বিষয়ের উল্লেখ আছে? নিবন্ধন চুক্তিপত্র গঠনপ্রণালি বিলোপসাধন ২. অংশীদারি ব্যবসায়ের ঝুঁকি বন্টন দ্বারা কী বোঝায়? সুবিধা অসুবিধা বৈশিষ্ট্য বিষয়বস্তু ৩. ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়ে যেকোন অংশীদার বিলুপ্তি ঘোষণা করতে পারে নোটিশ প্রদান করে আত্মহত্যা করে মারামারি করে মামলা করে ৪. অংশীদারি সংগঠনের চুক্তি কখন আইনগত দলিলে পরিণত হয়? চুক্তিটি নিবন্ধিত হলে চুক্তি লিখিত হলে চুক্তি মৌখিক হলে নিবন্ধনের জন্য আবেদন করলে ৫. ব্যবসায় পরিচালনাকালে কোন অংশীদার তৃতীয় পক্ষের সাথে চুক্তিবদ্ধ হলে তার জন্য কে দায়ী হবে? সকল অংশীদার উক্ত অংশীদার ব্যবসায় পরিচালকগণ সকল অংশীদারদের পক্ষে একজন ৬. যে অংশীদার মূলধন বিনিয়োগ করে না কিন্তু সক্রিয়ভাবে ব্যবসায়ের কাজে অংশগ্রহণ করে। এ ধরণের অংশীদারকে কী বলে? কর্মী সক্রিয় নামমাত্র সীমিত ৭. অংশীদারী ব্যবসায়ে আইনগত সত্তা না থাকার কারণ কী? আইন সৃষ্ট বলে আইন সৃষ্ট নয় বলে চুক্তি দ্বারা সৃষ্ট বলে নিবন্ধিত বলে ৮. কোন অংশীদারকে অংশীদার হিসেবে পরিচয় দেওয়া হলেও কোন প্রতিক্রিয়া ব্যক্ত করে না? প্রতিবন্ধ সীমিত নিষ্ক্রিয় নামমাত্র ৯. মৃত অংশীদারের পাওনা কত মাসের মধ্যে নির্ধারণ করা হয়? 3 6 9 12 ১০. নাবালক অংশীদার কোনটি করতে পারে? ব্যবসায়ের হিসাব চাইতে প্রতিষ্ঠানের অবসান চাইতে নিজস্ব মূলধন ফেরত নিতে ব্যবসায় পরিচালনায় অংশ নিতে কুইজ সমাপ্ত করুন