সমবায় সমিতি-১

সমবায় সমিতি-১

১. মধ্যস্বত্বভোগীর শোষণ থেকে রক্ষা পেতে কোন ধরণের ব্যবসায় সংগঠন অধিক উপযোগী?

  • এক মালিকানা
  • সমবায় সমিতি
  • অংশীদারি ব্যবসায়
  • যৌথ মূলধনী

২. কী কারণে বাংলাদেশের সমবায় সমিতিগুলো অদক্ষভাবে পরিচালিত হচ্ছে?

  • সঠিক দিকনির্দেশনার অভাবে
  • মূলধনের অভাব
  • উদ্দীপনার অভাব
  • বিদেশি সাহায্যের অভাব

৩. সমবায়ের মাধ্যমে কাদের আর্থিক বুনিয়াদ সুদৃঢ় হয়?

  • কৃষকের
  • ভোক্তার
  • সদস্যদের
  • শ্রমিকের

৪. বাংলাদেশ সমবায় ব্যাংক কোন ধরণের ব্যাংক?

  • প্রাথমিক সমবায় সমিতি
  • কেন্দ্রীয় সমবায় সমিতি
  • জাতীয় সমবায় সমিতি
  • মিশ্র সমবায় সমিতি

৫. সমজাতীয় পণ্য উৎপাদনে যে সংগঠন বেশি উপযোগী তা হল

  • একমালিকানা
  • সমবায় সমিতি
  • অংশীদারি
  • কোম্পানি

৬. শোষিতদের আত্মরক্ষার দুর্গ কোনটি?

  • সম্মিলিত প্রচেষ্টার সংঘ
  • যৌথ সংঘ
  • একক সংঘ
  • পার্টনার সংঘ

৭. ভারতীয় উপমহাদেশে সমবায় আন্দোলনের সূত্রপাত করেন-

  • আকতার হামিদ খান
  • অমর্ত্য সেন
  • ফেডরিক নিকলসন
  • বেঞ্জামিন ফ্রাংক লিঙ্ক

৮. কোন দলিলে কোম্পানির অভ্যন্তরীন পরিচালনাসংক্রান্ত নিয়মনীতি লেখা থাকে?

  • সংঘ-স্মারক
  • সংঘবিধি
  • নিবন্ধনপত্র
  • বিবরণপত্র

৯. ভোক্তা সমবায় সমিতিতে সদস্যদের মধ্যে লভ্যাংশ কীভাবে বন্টিত হয়?

  • মূলধন অনুপাতে
  • বিক্রয় অনুপাতে
  • সমান অনুপাতে
  • ক্রয় অনুপাতে

১০. সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটিতে সর্বনিম্ন কতজন সদস্য থাকে?

  • 3
  • 6
  • 9
  • 12