সমবায় সমিতি-১ ১. মধ্যস্বত্বভোগীর শোষণ থেকে রক্ষা পেতে কোন ধরণের ব্যবসায় সংগঠন অধিক উপযোগী? এক মালিকানা সমবায় সমিতি অংশীদারি ব্যবসায় যৌথ মূলধনী ২. কী কারণে বাংলাদেশের সমবায় সমিতিগুলো অদক্ষভাবে পরিচালিত হচ্ছে? সঠিক দিকনির্দেশনার অভাবে মূলধনের অভাব উদ্দীপনার অভাব বিদেশি সাহায্যের অভাব ৩. সমবায়ের মাধ্যমে কাদের আর্থিক বুনিয়াদ সুদৃঢ় হয়? কৃষকের ভোক্তার সদস্যদের শ্রমিকের ৪. বাংলাদেশ সমবায় ব্যাংক কোন ধরণের ব্যাংক? প্রাথমিক সমবায় সমিতি কেন্দ্রীয় সমবায় সমিতি জাতীয় সমবায় সমিতি মিশ্র সমবায় সমিতি ৫. সমজাতীয় পণ্য উৎপাদনে যে সংগঠন বেশি উপযোগী তা হল একমালিকানা সমবায় সমিতি অংশীদারি কোম্পানি ৬. শোষিতদের আত্মরক্ষার দুর্গ কোনটি? সম্মিলিত প্রচেষ্টার সংঘ যৌথ সংঘ একক সংঘ পার্টনার সংঘ ৭. ভারতীয় উপমহাদেশে সমবায় আন্দোলনের সূত্রপাত করেন- আকতার হামিদ খান অমর্ত্য সেন ফেডরিক নিকলসন বেঞ্জামিন ফ্রাংক লিঙ্ক ৮. কোন দলিলে কোম্পানির অভ্যন্তরীন পরিচালনাসংক্রান্ত নিয়মনীতি লেখা থাকে? সংঘ-স্মারক সংঘবিধি নিবন্ধনপত্র বিবরণপত্র ৯. ভোক্তা সমবায় সমিতিতে সদস্যদের মধ্যে লভ্যাংশ কীভাবে বন্টিত হয়? মূলধন অনুপাতে বিক্রয় অনুপাতে সমান অনুপাতে ক্রয় অনুপাতে ১০. সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটিতে সর্বনিম্ন কতজন সদস্য থাকে? 3 6 9 12 কুইজ সমাপ্ত করুন