একমালিকানা কারবার-১

একমালিকানা কারবার-১

১. পৃথিবীর সকল দেশেই কোন ধরণের ব্যবসায় সংগঠনের সংখ্যা সর্বাধিক?

  • একমালিকানা
  • অংশীদারি
  • যৌথমূলধনী
  • সমবায়

২. কোন ধরণের ব্যবসায় বিপুল জনগোষ্ঠীকে আত্মকর্মসংস্থানের সুযোগ প্রদান করে?

  • একমালিকানা ব্যবসায়
  • অংশীদারী ব্যবসায়
  • রাষ্ট্রীয় ব্যবসায়
  • সমবায় সমিতি

৩. একমালিকানা ব্যবসায়ের সুবিধা কোনটি?

  • স্বেচ্ছাচারিতা
  • সীমিত মূলধন
  • দ্রুত সিদ্ধান্ত গ্রহণ
  • ঝুঁকি বন্টন

৪. মূলধন বিবেচনায় একমালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র কোনটি?

  • ষ্টিল মিল
  • সিমেন্ট কারখানা
  • রেষ্টুরেন্ট
  • বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র

৫. কোনটি একমালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য?

  • পৃথক সত্তা
  • পর্যাপ্ত মূলধন
  • চিরন্তন অস্তিত্ব
  • একক কর্তৃত্ব

৬. আইনগত আনুষ্ঠানিকতা মুক্ত কোন ব্যবসায় সংগঠন?

  • একমালিকানা
  • প্রাইভেট লি. কোম্পানি
  • পাবলিক লি. কোম্পানি
  • সমবায় সমিতি

৭. দায়ের দিক থেকে কোন ব্যবসায়ের ঝুঁকি সবচেয়ে বেশি?

  • একমালিকানা
  • অংশীদারি
  • যৌথমূলধনী
  • সমবায় সমিতি

৮. একমালিকানা ব্যবসায়ের ঝুঁকি ও ক্ষতি বহন করে কে?

  • ব্যাংক
  • বীমা কোম্পানি
  • সরকার
  • মালিক

৯. সম্প্রসারনে অসুবিধা সবচেয়ে বেশি কোন ব্যবসায়ে?

  • যৌথমূলধনী ব্যবসায়ে
  • রাষ্ট্রীয় ব্যবসায়ে
  • কারবারি জোটে
  • একমালিকানা ব্যবসায়

১০. একমালিকানা ব্যবসায় অধিক জনপ্রিয় কেন?

  • পরিচালনাগত সুবিধা
  • অবস্থানগত সুবিধা
  • ঝামেলা মুক্ত
  • দক্ষতা বৃদ্ধি