ব্যবসায়ের আইনগত দিক-১

ব্যবসায়ের আইনগত দিক-১

১. প্রতিষ্ঠান ও পণ্যমানের যথার্থতার সনদ প্রদান করে-

  • ISA
  • ISO
  • ILO
  • ISB

২. পেটেন্ট এর সুবিধা কোনটি?

  • সম্পদ উন্নয়ন
  • সম্পদ বিক্রয়
  • সম্পদ স্থানান্তর
  • সম্পদ বৃদ্ধি

৩. কপিরাইট নিবন্ধনের জন্য নির্ধারিত ফরমে কার কাছে আবেদন করতে হবে?

  • নিবন্ধকের
  • নিয়ন্ত্রকের
  • উকিলের
  • ব্যাংকারের

৪. রাষ্ট্রীয় ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র কোনটি?

  • জনস্বার্থ সম্পৃক্ত প্রতিষ্ঠান
  • ক্ষুদ্র শিল্প
  • তৈরি পোশাক শিল্প
  • লাভজনক বিনিয়োগ ক্ষেত্র

৫. কোন দলিলটি সিটি কর্পোরেশনের অধীনে ব্যবসায় চালাতে প্রয়োজন হয়?

  • নিবন্ধনপত্র
  • স্মারকলিপি
  • ট্রেড লাইসেন্স
  • কার্যারম্ভের অনুমতিপত্র

৬. বাংলাদেশে বর্তমানে কত সালের কপিরাইট আইন প্রচলিত আছে?

  • 2004
  • 2005
  • 2008
  • 2009

৭. আইনগত কোন ব্যবস্থায় বর্তমানে সাহিত্য ও শিল্পকর্মের মালিকগণ তাদের সৃষ্টিকর্মের নকলের বিরুদ্ধে প্রতিকার লাভ করতে পারেন না?

  • পেটেন্ট
  • ট্রেডমার্ক
  • কপিরাইট
  • বীমা

৮. আইএসও সনদ কোন দেশে প্রথম চালু হয়?

  • যুক্তরাষ্ট্রে
  • সুইজারল্যান্ডে
  • ইতালিতে
  • যুক্তরাজ্যে

৯. শিল্পবিপ্লবের অন্যতম পথিকৃৎ কে?

  • এডওয়ার্ড জেমস
  • জেমস ওয়াটস
  • ষ্টিফেন্স হকিন্স
  • টমাস আলভাে এডিসন

১০. রাত নয়টার পর কলকারখানার শব্দের গ্রহণযোগ্য মাত্রা কত ডেসিবেল?

  • 40-70
  • 50-70
  • 60-70
  • 70-75