রাষ্ট্রীয় ব্যবসায়-১

রাষ্ট্রীয় ব্যবসায়-১

১. ব্রডগেজ ও মিটারগেজ কোন পরিবহন সংস্থার সাথে জড়িত?

  • রেলওয়ে
  • বিমান
  • সড়ক
  • নৌ

২. রাষ্ট্রীয় ব্যভসায়ের মুখ্য উদ্দেশ্য কোনটি?

  • কর্মসংস্থান সৃষ্টি
  • জনকল্যাণ
  • মুনাফা অর্জন
  • সম্পদ বৃদ্ধি

৩. রাষ্ট্রীয় ব্যবসায় গঠনের উদ্যোগ নেওয়া হয় কোনটির জন্য?

  • সরকারের প্রকল্পে অর্থায়নের জন্য
  • মুনাফার জন্য
  • জনকল্যানের জন্য
  • বেসরকারি উদ্যোগ হ্রাস করার জন্য

৪. নিচের কোনটি রাষ্ট্রীয় ব্যবসায়ের অসুবিধা?

  • শিল্প বৈষম্য সৃষ্টি
  • অর্থ ব্যবস্থায় জটিলতা সৃষ্টি
  • প্রাকৃতিক সম্পদ পাচার
  • ব্যবস্থাপনার অদক্ষতা

৫. WASA কোথায় অবস্থিত?

  • ঢাকা
  • কুমিল্লা
  • বরিশাল
  • মানিকগঞ্জ

৬. কোন অর্থনৈতিক ব্যবস্থায় রাষ্ট্রীয় ব্যবসায়ের সংখ্যা সর্বাধিক?

  • মিশ্র
  • গণতান্ত্রিক
  • ধনতান্ত্রিক
  • সমাজতান্ত্রিক

৭. ব্যবসায়ের ক্রমবিকাশের প্রাথমিক অবস্থায় কোন ধরণের অর্থব্যবস্থার বিকাশ ঘটে?

  • সমাজতান্ত্রিক
  • ধনতান্ত্রিক
  • ইসলামি
  • মিশ্র

৮. WASA এর কার্যক্রম কয়টি মেট্রোপলিটন শহরে বিস্তৃত?

  • 2
  • 4
  • 3
  • 6

৯. রাষ্ট্রীয় ব্যবসায় নূন্যতম কত শতাংশ শেয়ার সরকারের মালিকানায় থাকে?

  • 49
  • 51
  • 50
  • 100

১০. বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা নিয়ন্ত্রণ ও পরিচালনা করে কে?

  • অর্থ মন্ত্রণালয়
  • বাণিজ্য মন্ত্রণালয়
  • যোগাযোগ মন্ত্রণালয়
  • সমবায় মন্ত্রণালয়