যৌথ মূলধনী ব্যবসায়-২ ১. পাবলিক লি. কোম্পানির মূল দলিল কোনটি? বিবরণপত্র পরিমেলবন্ধ নিবন্ধনপত্র পরিমেল নিয়মাবলি ২. জনাব মামুন আহমেদ বনরূপা কোম্পানি লি: এর 10 টাকা অভিহিত মূল্যের 500টি শেয়ার প্রতিটি 100 টাকা করে বাজার থেকে ক্রয় করেন। জনাব মামুন আহমেদের দায় কত টাকা পর্যন্ত সীমাবদ্ধ? 50000 টাকা 1000 টাকা 5000 টাকা 55000 টাকা ৩. পাবিলিক লি: কোম্পানির জন্য পরিমেল নিয়মাবলির পরিবর্তে গ্রহণ করা যেতে পারে কোম্পানি আইনের- তফসিল-3 তফসিল-১ তফসিল-2 তফসিল-4 ৪. কোন শেয়ারের জন্য শেয়ারহোল্ডারদের অর্থ প্রদান করতে হয় না? বোনাস সাধারণ অগ্রাধিকার রাইট ৫. কোনটি না পেলে প্রাইভেট লি: কোম্পানি ব্যবসায় কার্যক্রম শুরু করতে পারে না? নিবন্ধনপত্র কার্যারম্ভের অনুমতিপত্র প্রত্যয়পত্র বিবরণপত্র ৬. বিনিয়োগকারীদের দৃষ্টিকোন থেকে কোন ধরণের শেয়ার সর্বোত্তম? প্রবর্তকদের শেয়ার সাধারণ শেয়ার অগ্রাধিকার শেয়ার বোনাস শেয়ার ৭. স্মারকলিপির ধারা বহির্ভূত কোনটি? নিবন্ধন অবস্থান ও ঠিকানা নাম দায় ৮. বাংলাদেশে কত সালের আইন দ্বারা কোম্পানি গঠিত ও পরিচালিত হয়? 1994 1932 1975 1985 ৯. প্রাইভেট লি: কোম্পানিতে নূন্যতম পরিচালক সংখ্যা কত জন? 3 6 7 2 ১০. কৃত্রিম ও স্বাধীন সত্তার অধিকারী ব্যবসায় প্রতিষ্ঠান কোনটি? যৌথমূলধনী কোম্পানি একমালিকানা ব্যবসায় অংশীদারী ব্যবসায় ব্যবসায় জোট কুইজ সমাপ্ত করুন