ব্যবসায় পরিবেশ-১ ১. বাংলাদেশের গার্মেন্টস শিল্পে শিশু শ্রম বন্ধের পেছনে কোন পরিবেশের অবদান সবচেয়ে বেশি সামাজিক রাজনৈতিক আইনগত সাংস্কৃতিক ২. সামাজিক কাঠামো উন্নয়নে কোন পরিবেশের ভূমিকা অগ্রগণ্য? সামাজিক পরিবেশ সাংস্কৃতিক পরিবেশ রাজনৈতিক পরিবেশ আইনগত পরিবেশ ৩. ব্যবসায় বাণিজ্যের পূর্বশর্ত কী? গতানুগতিক বাজার শ্রম বাজার সুসংগঠিত মূলধন বাজার বাণিজ্যিক প্রতিনিধিমূলক বাজার ৪. পরিবেশের শাব্দিক অর্থ কী? পারিপার্শ্বিক অবস্থা আবহাওয়া জলবায়ু প্রকৃতি ৫. উৎপাদিত দ্রব্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে বন্টনে ব্যবসায় পরিবেশের কোন উপাদানের ভূমিকা অধিক? প্রাকৃতিক অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক ৬. শিক্ষা ও সংস্কৃতি সমাজে কীরূপ পারিপার্শ্বিকতার সৃষ্টি করে? প্রাকৃতিক অপ্রাকৃতিক অর্থনৈতিক রাজনৈতিক ৭. সার্বভৌমত্ব কোন পরিবেশের উপাদান? অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক প্রযুক্তিগত ৮. উদ্যোগ কার্যক্রমের উপর ওপর প্রভাব বিস্তারকারী অর্থনৈতিক উপাদান কোনটি? সার্বভৌমত্ব রাজস্ব আইন সরকারি নীতিমালা মুক্তবাজার অর্থনীতি ৯. জনসংখ্যা ও ঐতিহ্য কোন পরিবেশের অন্তর্ভুক্ত? রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক প্রাকৃতিক ১০. আন্তর্জাতিক পরিবেশের উপাদানসমূহ বাংলাদেশের জন্য কীরূপ? জটিল প্রতিকূল অনুকূল বাধাস্বরূপ কুইজ সমাপ্ত করুন