ব্যবসায়ের মৌলিক ধারণা-১

ব্যবসায়ের মৌলিক ধারণা-১

১. মিসেস দুলিয়া কুষ্টিয়ার কুমারখালী থেকে হাতের কাজের বিভিন্ন দ্রব্য ঢাকায় এনে বিক্রি করেন।মিসেস দুলিয়ার কাজটি ব্যবসার কোন ধরণের ব্যবসার অপসারণ করেছে?

  • স্থানগত
  • রূপগত
  • সময়গত
  • অর্থগত

২. Business শব্দটি কোন ভাষার?

  • ইতালীয়
  • ইংরেজি
  • ফারসি
  • ফ্রেঞ্চ

৩. শিল্পপণ্য কোন ধরণের উপযোগ সৃষ্টি করে?

  • স্থানগত
  • কালগত
  • রূপগত
  • স্বত্বগত

৪. পণ্যদ্রব্য এক সময় থেকে অন্য সময়ে স্থানান্তরের মাধ্যমে কোন উপযোগ সৃষ্টি করা যায়?

  • রূপগত উপযোগ
  • সময়গত উপযোগ
  • স্থানগত উপযোগ
  • স্বত্বগত উপযোগ

৫. পণ্যসামগ্রী উৎপাদন থেকে শুরু ভোক্তার কাছে পৌছে দেওয়া পর্যন্ত যাবতীয় কর্ম কান্ডকে কী বলে?

  • শিল্প
  • বাণিজ্য
  • ব্যবসায়
  • প্রত্যক্ষ সেবা

৬. সমুদ্র হতে ঝিনুক সংগ্রহ কোন শিল্পের অন্তর্গত?

  • প্রজনন
  • নিষ্কাশন
  • উৎপাদন
  • যৌগিক

৭. সঠিকভাবে আর্থিক বিবরণী তৈরি ব্যবসায়ের সামাজিক দায়িত্বের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালনের অন্তর্গত?

  • বিনিয়োগকারী
  • সরকার
  • ভোক্তা
  • সরবরাহকারী

৮. ক্রয়-বিক্রয় কোন ধরণের বাধা দূর করে?

  • রূপগত
  • স্থানগত
  • স্বত্বগত
  • কালগত

৯. অংশীদারী ব্যবসায় নিবন্ধনের জন্য কয়টি বিষয় উল্লেখ করতে হয়?

  • 4 টি
  • 7 টি
  • 6 টি
  • 11 টি

১০. কোন ধরণের ব্যাংকিং ব্যবস্থায় শুধুমাত্র কাগজে কলমে হিসাব রাখা হয়?

  • প্রথাগত ব্যাংকিং ব্যবস্থায়
  • অনলাইন ব্যাংকিং ব্যবস্থায়
  • টেলিফোনিক ব্যাংকিং ব্যবস্থায়
  • ইন্টারনেটভিত্তিক ব্যাংকিং ব্যবস্থায়