ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা-১

ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা-১

১. নীতিবোধ মূলত কিসের ওপর প্রতিষ্ঠিত?

  • মানুষের মনোভাবের
  • মানুষের আচরণের
  • সত্য ও ন্যায়ের
  • সামাজিক সংস্কৃতির

২. যেকোন সমাজের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল সংস্থা কোনটি?

  • সমাজ
  • সরকার
  • রাষ্ট্র
  • স্থানীয় প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান

৩. ব্যবসায় প্রতিষ্ঠানের কোন কার্যক্রমটি সরকারের প্রতি দায়িত্ব পালন করা হয়েছে বলে গণ্য করা হবে?

  • রাস্তাঘাট উন্নয়নে সহায়তা করা
  • রাষ্ট্রীয় আইন-কানুন মেনে চলা
  • শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল স্থাপন করা
  • ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় করা

৪. মানবজীবনের প্রাণনাশক নীরব ঘাতক কোনটি?

  • ফরমালিন
  • মানুষ
  • প্রাণী
  • জন্ডিস

৫. বাংলাদেশে কত সালের পরিবেশ সংরক্ষণ আইন প্রচলিত?

  • 1996
  • 1998
  • 1995
  • 1997

৬. নিচের কোনটি ব্যবসায়িক নৈতিকতার সাথে জড়িত?

  • দূষণ প্রতিরোধ
  • বোনাস প্রদান
  • শ্রমিক ছাটাই
  • সম্পদ বৃদ্ধি

৭. নৈতিকতা শব্দের ইংরেজি কোনটি?

  • Ethicus
  • Ethical
  • Ethics
  • Ethitic

৮. ব্যবসায় নৈতিকতার ধরন কোনটি?

  • উৎপাদনে সাধারণ উপকরণ ব্যবহার
  • কারাখানার বর্জ্য নদীতে ফেলা
  • দীর্ঘ সময়ের জন্য পণ্য মজুত রাখা
  • ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়

৯. ফরমালিনে জলীয় দ্রবণ কত ভাগ?

  • 30-40%
  • 20-30%
  • 40-50%
  • 50-60%

১০. সরবরাহকারীকে যথাসময়ে মূল্য প্রদান কোনটির সাথে সম্পর্কযুক্ত?

  • সামাজিক দায়বদ্ধতা
  • ন্যায়বিচার
  • মূল্যবোধ
  • নৈতিকতা