ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা-১ ১. নীতিবোধ মূলত কিসের ওপর প্রতিষ্ঠিত? মানুষের মনোভাবের মানুষের আচরণের সত্য ও ন্যায়ের সামাজিক সংস্কৃতির ২. যেকোন সমাজের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল সংস্থা কোনটি? সমাজ সরকার রাষ্ট্র স্থানীয় প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান ৩. ব্যবসায় প্রতিষ্ঠানের কোন কার্যক্রমটি সরকারের প্রতি দায়িত্ব পালন করা হয়েছে বলে গণ্য করা হবে? রাস্তাঘাট উন্নয়নে সহায়তা করা রাষ্ট্রীয় আইন-কানুন মেনে চলা শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল স্থাপন করা ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় করা ৪. মানবজীবনের প্রাণনাশক নীরব ঘাতক কোনটি? ফরমালিন মানুষ প্রাণী জন্ডিস ৫. বাংলাদেশে কত সালের পরিবেশ সংরক্ষণ আইন প্রচলিত? 1996 1998 1995 1997 ৬. নিচের কোনটি ব্যবসায়িক নৈতিকতার সাথে জড়িত? দূষণ প্রতিরোধ বোনাস প্রদান শ্রমিক ছাটাই সম্পদ বৃদ্ধি ৭. নৈতিকতা শব্দের ইংরেজি কোনটি? Ethicus Ethical Ethics Ethitic ৮. ব্যবসায় নৈতিকতার ধরন কোনটি? উৎপাদনে সাধারণ উপকরণ ব্যবহার কারাখানার বর্জ্য নদীতে ফেলা দীর্ঘ সময়ের জন্য পণ্য মজুত রাখা ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় ৯. ফরমালিনে জলীয় দ্রবণ কত ভাগ? 30-40% 20-30% 40-50% 50-60% ১০. সরবরাহকারীকে যথাসময়ে মূল্য প্রদান কোনটির সাথে সম্পর্কযুক্ত? সামাজিক দায়বদ্ধতা ন্যায়বিচার মূল্যবোধ নৈতিকতা কুইজ সমাপ্ত করুন