সমবায় সমিতি-২ ১. সমবায় সমিতির একজন সদস্য সর্বোচ্চ কী পরিমাণ শেয়ার ক্রয় করতে পারবে? 5% 20% 10% 15% ২. সমবায় আইন অনুযায়ী সমিতির একজন সদস্য সর্বোচ্চ কী পরিমাণ শেয়ার ক্রয় করতে পারবে? 1/5 অংশ 1/4 অংশ 1/2 অংশ 1/3 অংশ ৩. সমবায়ের প্রথম ব্যবস্থাপনা কমিটির মেয়াদকাল কত বছর? 2 বছর 6 মাস 1 বছর 1 মাস ৪. কমপক্ষে কত বয়স হলে সমবায় সমিতির সদস্য হওয়া যায়? 15 18 22 25 ৫. সমবায় সমিতির মুনাফার কত অংশ বাধ্যতামূলকভাবে সংরক্ষিত তহবিলে জমা রাখতে হয়? 15% 10% 18% 20% ৬. নূন্যতম চাঁদার বিষয়টি কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য? সমবায় সমিতি অংশীদারি ব্যবসায় যৌথমূলধনী ব্যবসায় রাষ্ট্রীয় ব্যবসায় ৭. সাংগাঠনিক স্তর ভিত্তিতে সমবায় সমিতি কত প্রকার? 4 2 3 6 ৮. সমবায় সমিতির গঠনতন্ত্র কোনটি? চুক্তি উপবিধি সংঘ স্মারক পরিমেল নিয়মাবলি ৯. বর্তমানে কত সালের আইন অনুযায়ী সমবায় সমিতি গঠিত ও পরিচালিত হয়? 1932 1994 2001 2004 ১০. সমবায় সংগঠনের বার্ষিক মুনাফার শতকরা কত ভাগ সঞ্চয় তহবিলে জমা রাখতে হয়? 10% 5% 20% 15% কুইজ সমাপ্ত করুন