ব্যবসায়ের আইনগত দিক-২

ব্যবসায়ের আইনগত দিক-২

১. প্রতিদানের নীতি কোন ব্যবসার সাথে জড়িত?

  • বীমা ব্যবসায়
  • সমবায় ব্যবসায়
  • অংশীদারি ব্যবসায়
  • ব্যাংকিং ব্যবসায়

২. বর্তমানকালের কপিরাইট আইনের ভিত্তি কোনটি?

  • 1810 সালের আইন
  • 1710 সালের আইন
  • 1910 সালের আইন
  • 1610 সালের আইন

৩. নৌ বীমা বাণিজ্যের কোন ক্ষেত্রে সহায়তা করে?

  • উৎপাদন
  • আমদানি-রপ্তানি
  • প্রযুক্তিগত
  • বন্টন

৪. কোন পণ্যকে অন্যের অনুরূপ সেবা হতে স্বতন্ত্র করার লক্ষ্যে কোনটি ব্যবহৃত হয়?

  • পেটেন্ট
  • কপিরাইট
  • ট্রেডমার্ক
  • লাইসেন্স

৫. বৈধ ট্রেডমার্ক কত বছরের জন্য নবায়ন করা যেতে পারে?

  • 20
  • 15
  • 5
  • 10

৬. জীবন বীমা কী ধরণের চুক্তি?

  • অনিশ্চয়তার
  • নিশ্চয়তার
  • ক্ষণস্থায়ী
  • দীর্ঘমেয়াদি

৭. কী কারণে একমালিকানা ব্যবসায়ের বিরুদ্ধে মামলা করা যায় না?

  • অসীম দায়
  • আইনগত সত্তার অভাব
  • একক মালিকানা
  • ক্ষুদ্র আয়তন

৮. পৌর এলাকার ট্রেড লাইসেন্স প্রদান করে?

  • পৌর কর্তৃপক্ষ
  • জেলা পরিষদ প্রশাসক
  • থানা নির্বাহী অফিসার
  • জেলা প্রশাসক

৯. ISO কত সালে প্রতিষ্ঠিত হয়?

  • 1847
  • 1947
  • 1948
  • 1848

১০. কপিরােইট কাদের মধ্যকার চুক্তি?

  • সরকার ও লেখক
  • সরকার ও প্রকাশক
  • উদ্ভাবক ও লেখক
  • লেখক ও প্রকাশক