ব্যবসায়ের মৌলিক ধারণা-২

ব্যবসায়ের মৌলিক ধারণা-২

১. শিল্পের বৈশিষ্ট্য কোনটি?

  • বন্টনকারী শাখা
  • রূপগত উপযোগ সৃষ্টি
  • বিকেন্দ্রীভূত কাজ
  • চলতি মূলধনের আধিক্য

২. নিচের কোনটি প্রাথমিক শিল্পের অন্তর্গত?

  • বিশ্লেষণ
  • প্রজনন
  • নির্মাণ
  • সেবা পরিবেশক

৩. ব্যবসায়ের সামাজিক গুরুত্ব নিচের কোনটি?

  • জীবনযাত্রার মানোন্নয়ন
  • শ্রম বিভাগের সুফল
  • সম্পদের সুষ্ঠু ব্যবহার
  • সঞ্চয়ে উৎসাহ দান

৪. গ্যাস রেলওয়ে হোটেল প্রভৃতি উৎপাদন ও সরবরাহের কাজে নিয়োজিত শিল্পগুলোকে বলে-

  • সেবা শিল্প
  • উৎপাদন শিল্প
  • প্রজনন শিল্প
  • নির্মাণ শিল্প

৫. ইংরেজি Business শব্দের অর্থ কী?

  • ব্যবসায় করা
  • ব্যস্ত থাকা
  • কাজ করা
  • বিক্রয় করা

৬. কোনটি ব্যবসায়ের বৈশিষ্ট্য বহির্ভূত?

  • দূরদৃষ্টি
  • উপযোগ সৃষ্টি
  • বিক্রয়ের অভিপ্রায়
  • মুনাফা অর্জন

৭. GP মোবাইল কোন ধরণের শিল্পের আওতাভুক্ত?

  • নির্মাণ
  • সেবা পরিবেশক
  • নিষ্কাশন
  • প্রস্তুত

৮. যেকোন দেশের মোট চাকরির প্রায় কত শতাংশ ব্যবসায় সৃষ্টি করে?

  • 50-60%
  • 60-70%
  • 70-80%
  • 80-90%

৯. নদী থেকে বালু উত্তোলন কোন ধরণের শিল্প?

  • উৎপাদন শিল্প
  • নিষ্কাশন শিল্প
  • নির্মান শিল্প
  • সেবামূলক শিল্প

১০. আখ হতে চিনি উৎপাদন কোন ধরণের শিল্পের অন্তর্গত?

  • প্রক্রিয়াভিত্তিক শিল্প
  • যৌগিক শিল্প
  • বিশ্লেষণ শিল্প
  • সংযোজন শিল্প