ব্যবসায়ের মৌলিক ধারণা-২ ১. শিল্পের বৈশিষ্ট্য কোনটি? বন্টনকারী শাখা রূপগত উপযোগ সৃষ্টি বিকেন্দ্রীভূত কাজ চলতি মূলধনের আধিক্য ২. নিচের কোনটি প্রাথমিক শিল্পের অন্তর্গত? বিশ্লেষণ প্রজনন নির্মাণ সেবা পরিবেশক ৩. ব্যবসায়ের সামাজিক গুরুত্ব নিচের কোনটি? জীবনযাত্রার মানোন্নয়ন শ্রম বিভাগের সুফল সম্পদের সুষ্ঠু ব্যবহার সঞ্চয়ে উৎসাহ দান ৪. গ্যাস রেলওয়ে হোটেল প্রভৃতি উৎপাদন ও সরবরাহের কাজে নিয়োজিত শিল্পগুলোকে বলে- সেবা শিল্প উৎপাদন শিল্প প্রজনন শিল্প নির্মাণ শিল্প ৫. ইংরেজি Business শব্দের অর্থ কী? ব্যবসায় করা ব্যস্ত থাকা কাজ করা বিক্রয় করা ৬. কোনটি ব্যবসায়ের বৈশিষ্ট্য বহির্ভূত? দূরদৃষ্টি উপযোগ সৃষ্টি বিক্রয়ের অভিপ্রায় মুনাফা অর্জন ৭. GP মোবাইল কোন ধরণের শিল্পের আওতাভুক্ত? নির্মাণ সেবা পরিবেশক নিষ্কাশন প্রস্তুত ৮. যেকোন দেশের মোট চাকরির প্রায় কত শতাংশ ব্যবসায় সৃষ্টি করে? 50-60% 60-70% 70-80% 80-90% ৯. নদী থেকে বালু উত্তোলন কোন ধরণের শিল্প? উৎপাদন শিল্প নিষ্কাশন শিল্প নির্মান শিল্প সেবামূলক শিল্প ১০. আখ হতে চিনি উৎপাদন কোন ধরণের শিল্পের অন্তর্গত? প্রক্রিয়াভিত্তিক শিল্প যৌগিক শিল্প বিশ্লেষণ শিল্প সংযোজন শিল্প কুইজ সমাপ্ত করুন