যৌথ মূলধনী ব্যবসায়-১

যৌথ মূলধনী ব্যবসায়-১

১. কাদের ওপর বেসরকারি কোম্পানি পরিচালনার দায়িত্ব ন্যস্ত থাকে?

  • শেয়ারহোল্ডার
  • শ্রমিক
  • কর্মচারী
  • সদস্য

২. যৌথমূলধনী কোম্পানির কোন বিষয়টি সীমাবদ্ধ?

  • শেয়ারহোল্ডারদের দায়
  • পরিচালকের সংখ্যা
  • শেয়ার সংখ্যা
  • মূলধন

৩. কোন কোম্পানি কর্তৃক অধিকতর মূলধন সংগ্রহের জন্য নতুনভাবে শেয়ার বিক্রয়ের সময় পুরাতন শেয়ারহোল্ডারদের সম্পূর্ণ বা আংশিক শেয়ার ক্রয়ের অধিকার সংরক্ষণ করাকে কী শেয়ার বলে?

  • বিলম্বিত
  • বোনাস
  • অধিকারযোগ্য
  • অগ্রাধিকার

৪. য়ৌথমূলধনী ব্যবসায়ে পরিমেল নিয়মাবলীতে উল্লেখিত বিষয় কী?

  • ব্যবসায়ের উদ্দেশ্য
  • দৈনন্দিন অভ্যন্তরীণ কার্যাবলি
  • আইন-কানুন
  • সংবিধান

৫. সমবায় সংগঠন নিবন্ধনের জন্য গৃহীত মূল দলিলকে কী বলে?

  • বিধিমালা
  • উপবিধি
  • সংঘ স্মারক
  • সংঘবিধি

৬. ব্যাপক বেকার সমস্যার সমাধান হয় কোন প্রতিষ্ঠানের মাধ্যমে?

  • প্রাইভেট লিমিটেড কোম্পানি
  • পাবলিক লিমিটেড কোম্পানি
  • সমবায় সমিতি
  • সাবসিডিয়ারী কোম্পানি

৭. কোনটি শেয়ারমালিকানার মুখ্য প্রামান্য দলিল?

  • ক্ষতিপূরণ পত্র
  • শেয়ার সার্টিফিকেট
  • শেয়ার ওয়ারেন্ট
  • কাঁচাসনদ

৮. কোন দলিলে কোম্পানির অভ্যন্তরীন পরিচালনাসংক্রান্ত নিয়মনীতি লেখা থাকে?

  • বিবরণপত্র
  • নিবন্ধনপত্র
  • সংঘবিধি
  • সংঘস্মারক

৯. সরকারি নীতিমালা কোন পরিবেশের অন্তর্ভুক্ত?

  • সামাজিক
  • আইনগত পরিবেশ
  • রাজনৈতিক
  • অর্থনৈতিক

১০. লভ্যাংশের বিপরীতে কোম্পানি যে ধরণের শেয়ার ইস্যু করে তাকে কী ধরণের শেয়ার বলে?

  • সাধারণ
  • বোনাস
  • অগ্রাধিকার
  • রাইট