ঐকতান কবিতা টেস্ট-২

ঐকতান কবিতা টেস্ট-২

১. কবি অক্ষয় উৎসাহে কী পড়েন?

  • কাব্য
  • প্রবন্ধ
  • উপন্যাস
  • ভ্রমণবৃত্তান্ত

২. ভিক্ষালব্ধ ধনের মাধ্যমে কবি নিজের কোনটি পূরণ করেন?

  • খাদ্যের যোগান
  • বিচিত্র কর্মভার
  • স্বর সাধনা
  • জ্ঞানের দীনতা

৩. জ্ঞানের দীনতা কবি কীসের মাধ্যমে পূরণ করেন?

  • সাহিত্য রচনা করে
  • পঠন-পাঠনের মাধ্যমে
  • বিদেশ ভ্রমণের মাধ্যমে
  • অন্যের নিকট বর্ণনা শুনে

৪. ঐকতান’ কবিতায় কবি রবীন্দ্রনাথ নিজেকে কোথাকার কবি বলে উল্লেখ করেছেন?

  • বাংলার
  • বিদেশের
  • পৃথিবীর
  • ভারতের

৫. বিপুলা বিশ্বের আয়োজন কবির অগোচরে রয়ে গেল কেন?

  • অলসতার জন্য
  • অল্প সময়ে জানা অসম্ভব বলে
  • ভ্রমণবৃত্তান্ত পড়ার জন্য
  • কর্তব্যস্ত থাকার জন্য

৬. সমাজের উচ্চমঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে-এখানে ‘সংকীর্ণ বাতায়ন’ বলতে কী বোঝানো হয়েছে?

  • ছোট জানালা
  • কোলাহলপূর্ণতা
  • জনবিচ্ছিন্নতা
  • ক্ষুদ্র গন্ডি

৭. কবি ‘ঐকতান’ কবিতায় কোন শ্রেণির কবিকে আহ্বান করেছেন?

  • অজ্ঞাতজনের
  • নিচু শ্রেণির
  • অখ্যাতজনের
  • উঁচু শ্রেণির

৮. ঐকতান’ কবিতায় কবি নিজেকে কীসের কবি মনে করেন?

  • প্রকৃতির কবি
  • দেশমাতৃকার কবি
  • পৃথিবীর কবি
  • সৌন্দযের কবি

৯. বিপুলা এই পৃথিবীর কতটুকু জানি দেশে দেশে কত না নগর রাজধানী। এই কবিতাংশে প্রকাশিত হয়েছে কবির-

  • অজ্ঞতা
  • সীমাবদ্ধতা
  • অভিজ্ঞতা
  • অক্ষমতা

১০. বিশাল বিশ্বের আয়োজন; মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারি এক কোণ’-এখানে কী প্রকাশ পেয়েছে?

  • প্রকৃতির বিশালতা
  • কবির মনের সংকীর্ণতা
  • মানবমনের সংকীর্ণতা
  • মানুষের সীমিত জ্ঞান