তৃতীয় অঙ্ক - দ্বিতীয় দৃশ্য

তৃতীয় অঙ্ক - দ্বিতীয় দৃশ্য

১. সিরাজউদ্দৌলা নাটকে তৃতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্যের সময়কাল -

  • ১৭৫৭ সাল, ১৫ই জুন
  • ১৭৫৭ সাল, ২২এ জুন
  • ১৭৫৭ সাল, ১৯এ জুলাই
  • ১৭৫৭ সাল, ১৯এ জুন

২. সিরাজউদ্দৌলা নাটকে তৃতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্য কোন স্থানে ছিল?

  • পলাশিতে সিরাজের শিবির
  • নবাবের দরবারে
  • লুৎফুন্নিসার কক্ষ
  • মিরজাফরের বাড়ি

৩. ইংরেজ সৈন্য কোথায় আশ্রয় নেয়?

  • ভাগীরথী নদীর তীরে
  • আলিনগরে
  • লক্ষবাগে
  • কলকাতায়

৪. অর্ধচন্দ্রাকারে সেনাবাহিনী সাজিয়েছেন কারা? i. নৌবে সিং ii. রায়দুর্লভরাম iii. ইয়ার লুৎফ খাঁ নিচের কোনটি সঠিক?

  • i, ii
  • i, iii
  • ii, iii
  • i, ii, iii

৫. উমর বেগ কার গুপ্তচর ছিল?

  • উমিঁচাদ
  • নবাব সিরাজউদ্দৌলা
  • মোহনলাল
  • মিরজাফর