আঠারো বছর বয়স কবিতা টেস্ট -১

আঠারো বছর বয়স কবিতা টেস্ট -১

১. কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম কত খ্রিষ্টাব্দে?

  • ১৯১৮
  • ১৯২৬
  • ১৯২৯
  • ১৯২২

২. সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস গোপালগঞ্জের কোন গ্রামে?

  • মজুপুরে
  • আলোকদিয়ায়
  • টুঙ্গিপাড়ায়
  • কোটালিপাড়ায়

৩. নিচের কোনটি সুকান্ত ভট্টাচার্যের রচনা?

  • একরাত্রি
  • অভিযান
  • আমি সৈনিক
  • জয়পরাজয়

৪. সুকান্ত ভট্টাচায কোন সংঘের সঙ্গে জড়িত ছিলেন?

  • ফ্যাসিবিরোধী কবি-সাহিত্যিক সংঘ
  • বিপ্লবী লেখক শিল্পী সংঘ
  • বিপ্লবী কবি-সাহিত্যিক সংঘ
  • ফ্যাসিবিরোধী লেখক-শিল্পী সংঘ

৫. কবি সুকান্ত ভট্টাচার্যের পিতার নাম কী?

  • নিবারণচন্দ্র ভট্টাচায
  • অরুণচন্দ্র ভট্টাচায
  • বরুণচন্দ্র ভট্টাচায
  • নবারুণচন্দ্র ভট্টাচায

৬. সুকান্ত ভট্টাচায রচিত কাব্যগ্রন্থ কোনটি?

  • ছাড়পত্র
  • রৌদ্র করোটিতে
  • সহসা সচকিত
  • মুহূর্তের কবিতা

৭. কবি সুকান্ত ভট্টাচায ফ্যাসিবিরোধী লেখক শিল্পীসংঘের পক্ষে কোন কাব্যগ্রন্থটি সম্পাদনা করেন?

  • অভাব
  • আকাল
  • বিপযয়
  • হা-ভাত

৮. সুকান্ত ভট্টাচাযের কবিতা মুক্তিকামী বাঙালির মনে সাহস জুগিয়েছিল কখন?\

  • বঙ্গভঙ্গের আন্দোলনের সময়
  • পলাশীর যুদ্ধের সময়
  • স্বাধীনতা যুদ্ধের সময়
  • সিপাহী বিদ্রোহের সময়

৯. সুকান্ত ভট্টাচায কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

  • ১৯৪৬ খ্রিষ্টাব্দে
  • ১৯৪৭ খ্রিষ্টাব্দে
  • ১৯৪৮ খ্রিষ্টাব্দে
  • ১৯৪৯ খ্রিষ্টাব্দে

১০. আঠারো বছর বয়সে কেউ কাঁদতে জানে না কেন?

  • এ বয়সে কোনো বাধা নেই বলে
  • এ বয়সে কোনো ভয় নেই বলে
  • এ বয়সে দুর্জয়কে জয় করার যায় বলে
  • এ বয়সে অভিযান সফল হয় বলে