প্রথম অঙ্ক - প্রথম দৃশ্য

প্রথম অঙ্ক - প্রথম দৃশ্য

১. সিরাজউদ্দৌলা নাটকে প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের সময়কাল -

  • ১৭৫৬ সাল, ২৩এ জুলাই
  • ১৭৫৬ সাল, ১৯এ জুন
  • ১৭৫৭ সাল, ১০ই মার্চ
  • ১৭৫৭ সাল, ৯ই জুন

২. সিরাজউদ্দৌলা নাটকে প্রথম দৃশ্য কোন স্থানে ছিল?

  • ফোর্ট উইলিয়ম জাহাজ
  • ফোর্ট উইলিয়ম দুর্গ
  • নবাবের দরবার
  • মিরনের আবাস

৩. সিরাজউদ্দৌলা নাটকে প্রথম সংলাপ কার?

  • ওয়ালি খান
  • ক্লেটন
  • জর্জ
  • হলওয়েল

৪. নবাবের পদাতিক বাহিনী কোন রাস্তা দিয়ে ফোর্ট উইলিয়ম দুর্গে আক্রমণ করে?

  • দমদমের সরু রাস্তা
  • ভাগীরথী নদী দিয়ে সরু রাস্তা
  • ফোর্ট উইলিয়মের জাহাজের রাস্তা
  • জাহাজের রাস্তা

৫. কে দুর্গ থেকে পালিয়ে যায়? i. ক্যাপ্টেন মিনচিন ii. কাউন্সিলার ফকল্যান্ড iii. ম্যানিংহাম নিচের কোনটি সঠিক?

  • i, ii
  • i, iii
  • ii, iii
  • i, ii, iii

৬. “ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা।” উক্তিটি কার?

  • মিরমর্দান
  • উমিচাঁদ
  • মানিকচাঁদ
  • রায়দুর্লভ

৭. কোন সৈন্য গঙ্গার দিককার ফটক ভেঙ্গে পালিয়ে যায়?

  • ডাচ
  • ইংরেজ
  • ভারতীয়
  • ফরাসি

৮. ইংরেজরা কোন কুঠিতে গোপনে অস্ত্র আমদানি করেছিল?

  • বর্ধন কুঠি
  • কারওয়ান কুঠি
  • কাশিমবাজার কুঠি
  • নীল কুঠি

৯. কার বাড়ি কামানে্র গোলায় উড়িয়ে দেওয়ার আদেশ দেন নবাব সিরাজ?

  • হলওয়েল
  • গভর্নর ড্রেক
  • ওয়াটস
  • ক্যাপ্টেন ক্লেটন

১০. কলকাতার নতুন নাম কী হয়?

  • আলিবর্দি
  • ঢাকা
  • আলিনগর
  • আলমগীরনগর

১১. আলিনগরের দেওয়ান নিযুক্ত করা হয় কাকে?

  • রায়দুর্লভ
  • রাজা মানিকচাঁদ
  • মিরমর্দান
  • মিরজাফর