অপরিচিতা টেস্ট-২

অপরিচিতা টেস্ট-২

১. রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?

  • ১৮৪১ খ্রিস্টাব্দের ৭ই মে
  • ১৮৫১ খ্রিস্টাব্দের ৭ই মে
  • ১৮৬১ খ্রিস্টাব্দের ৭ই মে
  • ১৮৭১ খ্রিস্টাব্দের ৭ই মে

২. রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম কী?

  • অবনীন্দ্রনাথ ঠাকুর
  • বীরেন্দ্রনাথ ঠাকুর
  • শিবনাথ ঠাকুর
  • দেবেন্দ্রনাথ ঠাকুর

৩. রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের নাম কী?

  • সরলা দেবী
  • সারদা দেবী
  • বিমলা দেবী
  • কল্যাণী দেবী

৪. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?

  • সোনার তরী
  • মানসী
  • বলাকা
  • বনফুল

৫. কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর প্রথম ছোটগল্প রচনা করেন?

  • পনেরো বছর
  • ষোলো বছর
  • সতেরো বছর
  • আঠারো বছর

৬. কোন সময়টাকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প রচনার স্বর্ণযুগ বলা হয়?

  • নওগাঁর পতিসরে বসবাসের সময়কে
  • কুষ্টিয়ার শিলাইদহে বসবাসের সময়কে
  • জোঁড়াসাঁকোর ঠাকুরবাড়িতে বসবাসের সময়কে
  • শান্তিনিকেতনে বসবাসের সময়কে

৭. রক্তকরবী’ রবীন্দ্রনাথ ঠাকুরের কী ধরনের গ্রন্থ?

  • নাটক
  • কাব্যগ্রন্থ
  • গল্পগ্রন্থ
  • উপন্যাস

৮. রবীন্দ্রনাথ ঠাকুরের পারিবারিক জমিদারি কোথায় ছিল?

  • ফরিদপুরে
  • কুষ্টিয়ায়
  • নাটোরে
  • যশোরে

৯. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অচলায়তন’ কোন ধরনের গ্রন্থ?

  • কাব্যগ্রন্থ
  • প্রবন্ধ গ্রন্থ
  • উপন্যাস
  • নাট্যগ্রন্থ

১০. কুষ্টিয়ার শিলাইদহে এসে রবীন্দ্রনাথ ঠাকুরের বসবাসের কারণ কী ছিল?

  • আইন ব্যবসা
  • শিক্ষকতা করা
  • ব্যবসা-বাণিজ্য
  • জমিদারি তদারকি