মাসি-পিসি টেস্ট-১

মাসি-পিসি টেস্ট-১

১. মানিক বন্দ্যাপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কী?

  • প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়
  • সুরেশকুমার বন্দ্যাপাধ্যায়
  • প্রভাতকুমার বন্দ্যোপাধ্যায়
  • সুবোধকুমার বন্দ্যোপাধ্যায়

২. মানিক বন্দ্যোপাধ্যায় কী হিসেবে বাংলা সাহিত্যে খ্যাতিমান?

  • উপন্যাস ও প্রবন্ধ লেখক
  • উপন্যাস ও ছোটগল্প লেখক
  • নাটক ও উপন্যাস লেখক
  • প্রবন্ধ ও নাটক লেখক

৩. মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বেঁচে ছিলেন?

  • ৪৮ বছর
  • ৪৯ বছর
  • ৫০ বছর
  • ৫১ বছর

৪. কত বছর বয়সে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম লেখা প্রকাশিত হয়?

  • ১৬ বছর
  • ১৮ বছর
  • ২০ বছর
  • ২২ বছর

৫. মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য রচনার ব্যাপ্তি কত বছর?

  • ২৬ বছর
  • ২৮ বছর
  • ৩০ বছর
  • ৩২ বছর

৬. মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাসের সংখ্যা কত?

  • প্রায় বিশটি
  • প্রায় ত্রিশটি
  • প্রায় চল্লিশটি
  • প্রায় পঞ্চাশটি

৭. মানিক বন্দ্যোপাধ্যায় মূলত কেমন মানুষ ছিলেন?

  • বিজ্ঞানমনস্ক
  • প্রকৃতিপ্রেমি
  • রাজনীতিক
  • ধর্মমনস্ক

৮. ‘পুতুল নাচের ইতিকথা’-মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন ধরনের রচনা?

  • নাটক
  • উপন্যাস
  • ছোটগল্প
  • পালাগান

৯. মানিক বন্দ্যোপাধ্যায় পৈতৃক বাড়ি কোন জেলায়?

  • মানিকগঞ্জ
  • নারায়নগঞ্জ
  • শরিয়তপুর
  • বিক্রমপুর

১০. মানিক বন্দ্যোপাধ্যায় কবে মৃত্যুবরণ করেন?

  • ১৯৫৬ খ্রিষ্টাব্দের ৩ ডিসেম্বর
  • ১৯৫৬ খ্রিষ্টাব্দের ৪ ডিসেম্বর
  • ১৯৫৬ খ্রিষ্টাব্দের ১ ডিসেম্বর
  • ১৯৫৬ খ্রিষ্টাব্দের ২ ডিসেম্বর