বিড়াল টেস্ট-২

বিড়াল টেস্ট-২

১. কমলাকান্ত চারপায়ীর উপর বসে কী করছিলেন?

  • বই পড়ছিলেন
  • শব্দ করছিলেন
  • ঝিমাচ্ছিলেন
  • কথা বলছিলেন

২. কমলাকান্ত হুঁকা হাতে ঝিমাচ্ছিলেন কেন?

  • প্রচুর ঘুম আসায়
  • আহার প্রস্তুত না হওয়ায়
  • হুঁকা খেয়ে নেশার কারণে
  • ক্লান্তি অনুভব করায়

৩. কমলাকান্ত নেশার ঘোরে নিজেকে কী ভেবেছিলেন?

  • মার্জার
  • ওয়েলিংটন
  • নেপোলিয়ন
  • ডিউক

৪. কমলাকান্ত ওয়াটারপুর যুদ্ধ নিয়ে ভাবছিলেন কেন?

  • তখন ওয়াটারলুর যুদ্ধ চলছিল বলে
  • স্মৃতি মনে পড়ছিল বলে
  • যুদ্ধ বিরতি চলছিল বলে
  • নেশার ঘোরে ছিলেন বলে

৫. ওয়েলিংটন বিড়ালত্ব প্রাপ্ত হয়ে কমলাকান্তের নিকট কী ভিক্ষা করতে আসে?

  • আফিং
  • মাছের কাঁটা
  • কাপড়
  • দুধ

৬. চক্ষু চাহিয়া ভালো করিয়া দেখিলাম যে, ওয়েলিংটন নহে। একটি ক্ষুদ্র মার্জার।’ এখানে মার্জার আসলে কী?

  • ইঁদুর
  • বিড়াল
  • টিকটিকি
  • পতঙ্গবিশেষ

৭. কমলাকান্তের জন্য কে দুগ্ধ রেখে গিয়েছিল?

  • কমলাকান্ত
  • নেপোলিয়ন
  • মঙ্গলা
  • প্রসন্ন

৮. কমলাকান্ত কাকে ‘মার্জার সুন্দরী’ বলেছেন?

  • প্রসন্ন
  • বিড়াল
  • নেপোলিয়ান
  • ওয়েলিংটন

৯. “বুঝি তাহার ভিতর একটু ব্যঙ্গ ছিল।”-কীসে?

  • কৃপণতায়
  • মেও স্বরে
  • দুধ চুরিতে
  • অধার্মিকতায়

১০. প্রসন্ন যে গাভীর দুধ দোহন করেছিল তার নাম কী?

  • মার্জারী
  • শ্যামলী
  • মঙ্গলা
  • ধবলী