নূরলদীনের কেথা মনে পড়ে যায় টেস্ট-১

নূরলদীনের কেথা মনে পড়ে যায় টেস্ট-১

১. সৈয়দ শাসসুল হক কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?

  • ১৯০৫ খ্রিষ্টাব্দের ২৫শে ডিসেম্বর
  • ১৯২৫ খ্রিষ্টাব্দে ২৭শে ডিবেম্বর
  • ১৯৩৫ খ্রিষ্টাব্দে ২৭শে ডিসেম্বর
  • ১৯১৫ খ্রিস্টাব্দে ২৬শে ডিসেম্বর

২. সৈয়দ মামসুল হকের পিতার নাম কী?

  • সৈয়দ সিদ্দিক হুসাইন
  • সৈয়দ কবির হোসেন
  • সৈয়দ কামরুজ্জামান
  • সৈয়দ জাহান

৩. সৈয়দ শামসুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিষয়ের ছাত্র ছিলেন?

  • বাংলা সাহিত্যের
  • পদার্থ সাহিত্যের
  • সমাজবিজ্ঞান বিভাগের
  • ইংরেজি সাহিত্যের

৪. সৈয়দ শামসুল হক প্রথমে কোন পেশাকে বেছে নিয়েছিলেন?

  • সাংবাদিকতা
  • শিক্ষকতা
  • আইন
  • ব্যবসা

৫. বৈশাখে রচিত পঙক্তিমালা’ কোন ধরনের রচনা?

  • ছোটগল্প
  • উপন্যাস
  • কবিতাগ্রন্থ
  • নাটক

৬. কোনটি সৈয়দ শামসুল হক রচিত কাব্যগ্রন্থ?

  • সোজন বাদিয়ার ঘাট
  • নকশী কাঁথার মাঠ
  • আপন যৌবন বৈরী
  • পরানের গহীন ভিতর

৭. কোনটি সৈয়দ শামসুল হকের কাব্য নাটক?

  • সীমান্তের সিংহাসন
  • পায়ের আওয়াজ পাওয়া যায়
  • বৃষ্টি ও বিদ্রোহীগণ
  • একদা এক রাজ্যে

৮. সৈয়দ শামসুল হক নিচের কোন পদকটি লাভ করেছেন?

  • একুশের পদক
  • মুক্তধারা সাহিত্য পুরস্কার
  • জগত্তারিণী পদক
  • আলাওল সাহিত্য পুরস্কার

৯. সৈয়দ শামসুল হকের সাহিত্যের গঠনশৈলীর ক্ষেত্রে কোন ভাবটি পোষণ করতেন?

  • নিরীক্ষাপ্রিয় মনোভাব
  • প্রতীক ধর্মী মনোভাব
  • প্রচারধর্মী মনোভাব
  • গবেষণা প্রবণ মনোভাব

১০. ‘গণনায়ক’ কাব্যনাটকটি কে রচনা করেছেন?

  • সেলিম আল দীন খ
  • সিকান্দার আবু জাফর
  • হাসান আজিজুল হক
  • সৈয়দ শামসুল হক