অপরিচিতা টেস্ট-১ ১. বিবাহের সময় অনুপমের বয়স কত ছিল? একুশ তেইশ পঁচিশ সাতাশ ২. একবার মামার কাছে কথাটা পাড়িয়া দেখ’-কথাটি কীসের? বিয়ের ভ্রমণের চাকরির দানের ৩. রেল কর্মচারী কতটি টিকিট বেঞ্চে ঝুলিয়েছিলেন? দুইটি তিনটি চারটি পাঁচটি ৪. আমার পুরোপুরি বয়সই হলো না’-কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে? তরুণ বয়সী অপরিণত বয়সী আত্মনির্ভরশীল না হওয়া চিন্তায় অপরিণত ৫. খাঁটি সোনা বটে।’ বলতে বিনুদাদা কী বুঝিয়েছেন? বনেদী ঘর উপযুক্ত পাত্রী সুশীল পাত্র পণের গহনা ৬. বেয়াই সম্প্রদায়ের তেজ থাকাটা মামার মতে কেমন? লজ্জার বিষয় গুণের বিষয় দোষের বিষয় গর্বের বিষয় ৭. সাহস করে অনুপম কীসের কথা বলতে পালন না? বিয়ের তারিখের কথা মেয়ে দেখার কথা নিজের পছন্দের কথা পণের টাকার কথা ৮. শ্বশুরের সামনে অনুপম মাথা হেঁট করে রইল কেন? বিয়ে বাড়ির আয়োজন দেখে শম্ভুনাথের ব্যবহারে মামার আত্মগরিমার কারণে মামার গহনা পরীক্ষার কারণে ৯. অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন কে? পিতা বড়দা পন্ডিতমশায় মাতা ১০. বাপের এক মেয়ে যে বড়ো আদরের মেয়ে’-এখানে কার কথা বোঝানো হয়েছে? জয়া কল্যাণী নিরুপমা বিলাসী কুইজ সমাপ্ত করুন