বিভীষণের প্রতি মেঘনাদ টেস্ট-৩ ১. হে বীরকেশরী’ বলে কাকে নির্দেশ করা হয়েছে? রামকে বিভীষণকে রাবণকে লক্ষ্মণকে ২. মেঘনাদ লক্ষ্মণকে ‘দুর্বল মানব’ বলেছেন কেন? অবয়বে বীরোচিত নয় বলে শারীরিকভাবে খর্বকায় বলে নিরস্ত্রকে আক্রমণ করতে এসেছে বলে মানিবিক দুর্বলতা আছে বলে ৩. সন্ত্রাসীদের দ্বারা রফিক সাহেবকে খুন করেন তারেই আপন ভাই আশিক। এখানে সন্ত্রাসীদের সঙ্গে ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতার কোন চরিত্র তুলনীয়? বিভীষণ রাবণ কুম্ভকর্ণ লক্ষ্মণ ৪. ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে রাজাকার, আলবদরদের সহায়তায় পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের নির্বিচারে হত্যা করার প্রয়াস পায়। এখানে রাজাকার, আলবদরদের কর্মকান্ড তোমার পঠিত ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতার কোন চরিত্রকে স্মরণ করিয়ে দেয়? বিভীষণ রাম লক্ষ্মণ মেঘনাদ ৫. সৌমিত্রি’ শব্দ দ্বারা কাকে বোঝানো হয়েছে? লক্ষ্মণকে রাবণকে বিভীষণকে রামকে ৬. আত্মপক্ষ সমর্থনের ক্ষেত্রে বিভীষণ কোন বিষয়টিকে সামনে এনেছেন? ইতিহাস চেতনা স্বাজাত্যবোধ প্রতিবাদী চেতনা নৈতিকতা ৭. যুদ্ধজয় নিশ্চিত করার জন্য মেঘনাদ কার পূজা সম্পন্ন করতে মনস্থির করলেন? লক্ষ্মীদেবীর অগ্নিদেবের দুর্গা দেবীর চন্দ্রদেবের ৮. নিকুম্ভিলা যজ্ঞাগারে লক্ষ্মণের প্রবেশের পর অকস্মাৎ মেঘনাদের কোন দিকে দৃষ্টি যায়? রামচন্দ্রের দিকে লক্ষ্মণের দিকে যজ্ঞাগারের প্রবেশ দ্বারে মন্দিরের প্রবেশদ্বারে ৯. বিভীষণের বিমাতাসুলভ আচরণের জন্য মেঘনাদ কোন বিষযটিকে দায়ী করেছেন? আত্মভিমান জ্ঞানের অভাব স্নেহের অভাব সঙ্গদোষ ১০. বাসবজিয়ী কে? রাবণ বিভীষণ লক্ষ্মণ মেঘনাদ কুইজ সমাপ্ত করুন