সেই অস্ত্র টেস্ট-২ ১. কীসের করালগ্রাসে মানুষ মানবিকতাশূন্য হয়ে পড়ে? প্রেম ও ভালোবাসা স্মৃতি ও কল্পনা হিংসা ও স্বার্থপরতা আশা ও স্বপ্ন ২. রহমানের সংসারে যখন নিরস্তর অশান্তি লেগেই আছে তখন তিনি সুন্দর ব্যবহারের মাধ্যমে সংসারে শান্তি ফিরিয়ে আনার উদ্যোগ নেন। ‘সেই অস্ত্র’ কবিতা অনুযায়ী এই ‘সুন্দর ব্যবহার’ কে কীসের সাথে তুলনা করা যায়? সেই প্রতিশ্রুতি সেই আগুন সেই চেতনা সেই অস্ত্র ৩. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে ফেলা হয় পারমাণবিক বোমা। বোমার ব্যাপক ধ্বংসযজ্ঞে বিশ্ববাসী আঁৎকে ওঠে। উক্ত ঘটনাটি তোমার পঠিত কোন কবিতার প্রতিনিধিত্ব করে? সাম্যবাদী লোক-লোকান্তর সেই অস্ত্র ফেব্রুয়ারি ১৯৬৯ ৪. আরিফুল সাহেবের কোনো শত্রু নেই। কারণ তিনি ভালোবাসা দিয়ে সকলের মান জয় করেছেন।্িুক্ত দিকটি তোমার পঠিত কোন কবিতাকে সমর্থন করে? সাম্যবাদী লোক-লোকান্তর ঐকতান সেই অস্ত্র ৫. কবির কাঙিক্ষত অস্ত্র উত্তোলিত হলে পৃথিবীর যাবতীয় অস্ত্র কী হবে? উদ্ধত আনত বিনীত ধ্বংস ৬. সেই অস্ত্র’ কবিতার শুরুতে কবি মূলত কী ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন? যুদ্ধাস্ত্র হারানো সম্মান ভালোবাসা হারানো ঐতিহ্য ৭. কবির কাঙ্ক্ষিত অস্ত্র উত্তোলিত হলে অরণ্য কেমন হবে? আরও লাল আরও নীল আরও সবুজ আরও হলুদ ৮. সেই অস্ত্রকে কবি কী হিসেবে অভিহিত করেছেন? সভ্যতার নিদর্শন সভ্যতার সূচনাদ্বার সভ্যতার প্রতিশ্রুতি সভ্যতার ধ্বংসাবশেষ ৯. সেই অস্ত্র’ কবিতায় বার বার বিধ্বস্ত হওয়া কোন নগরীর কথা উল্লেখ আছে? ট্রয় এথেন্স রোম স্পার্টা ১০. কবি পৃথিবীতে কী ব্যাপ্ত করতে বলেছেন? শিক্ষা ভালোবাসা আধিপত্য শক্তি কুইজ সমাপ্ত করুন