চতুর্থ অঙ্ক - প্রথম দৃশ্য ১. সিরাজউদ্দৌলা নাটকে চতুর্থ অঙ্কের প্রথম দৃশ্যের সময়কাল - ১৭৫৭ সাল, ১৯এ জুন ১৭৫৭ সাল, ২৯এ জুন ১৭৫৭ সাল, ৯এ জুলাই ১৭৫৭ সাল, ২৯এ জুলাই ২. সিরাজউদ্দৌলা নাটকে চতুর্থ অঙ্কের প্রথম দৃশ্য কোন স্থানে ছিল? নবাবের দরবার জাফরাগঞ্জের কয়েদখানা পলাশির যুদ্ধক্ষেত্র মিরজাফরের দরবার ৩. মিরজাফরের পুরো নাম কী? মির মুহম্মদ আলি খান মির মুহম্মদ জাফর আলি খান জাফর আলি খান মিরজাফর আলি খান ৪. মিরজাফর ক্লাইভকে কী ইনাম দেয়? i. চব্বিশ পরগণার স্থায়ী মালিকানা ii. বার্ষিক চার লক্ষ টাকা আয়ের জমিদারি iii. এক কোটি টাকা নিচের কোনটি সঠিক? i ii i, ii i, iii ৫. পলাতক সিরাজউদ্দৌলা মিরকাশেমের সৈন্যদের হাতে কোথায় বন্দি হয়েছিল? পাটনায় ভগবানগোলায় লক্ষবাগে আলিনগরে ৬. মিরন কেন নবাব সিরাজউদ্দৌলাকে মারার ষড়যন্ত্র করে? নবাব হওয়ার জন্য নবাবের তহবিলের জন্যে নবাবের স্ত্রী লুৎফুন্নিসার জন্যে ক্লাইভের আদেশে ৭. মোহাম্মদি বেগ নবাব সিরাজউদ্দৌলাকে মারার জন্যে কত টাকা দাবি করে? ১৫ হাজার টাকা ১০ হাজার টাকা ৫ হাজার টাকা ২৯ হাজার টাকা কুইজ সমাপ্ত করুন