চতুর্থ অঙ্ক - প্রথম দৃশ্য

চতুর্থ অঙ্ক - প্রথম দৃশ্য

১. সিরাজউদ্দৌলা নাটকে চতুর্থ অঙ্কের প্রথম দৃশ্যের সময়কাল -

  • ১৭৫৭ সাল, ১৯এ জুন
  • ১৭৫৭ সাল, ২৯এ জুন
  • ১৭৫৭ সাল, ৯এ জুলাই
  • ১৭৫৭ সাল, ২৯এ জুলাই

২. সিরাজউদ্দৌলা নাটকে চতুর্থ অঙ্কের প্রথম দৃশ্য কোন স্থানে ছিল?

  • নবাবের দরবার
  • জাফরাগঞ্জের কয়েদখানা
  • পলাশির যুদ্ধক্ষেত্র
  • মিরজাফরের দরবার

৩. মিরজাফরের পুরো নাম কী?

  • মির মুহম্মদ আলি খান
  • মির মুহম্মদ জাফর আলি খান
  • জাফর আলি খান
  • মিরজাফর আলি খান

৪. মিরজাফর ক্লাইভকে কী ইনাম দেয়? i. চব্বিশ পরগণার স্থায়ী মালিকানা ii. বার্ষিক চার লক্ষ টাকা আয়ের জমিদারি iii. এক কোটি টাকা নিচের কোনটি সঠিক?

  • i
  • ii
  • i, ii
  • i, iii

৫. পলাতক সিরাজউদ্দৌলা মিরকাশেমের সৈন্যদের হাতে কোথায় বন্দি হয়েছিল?

  • পাটনায়
  • ভগবানগোলায়
  • লক্ষবাগে
  • আলিনগরে

৬. মিরন কেন নবাব সিরাজউদ্দৌলাকে মারার ষড়যন্ত্র করে?

  • নবাব হওয়ার জন্য
  • নবাবের তহবিলের জন্যে
  • নবাবের স্ত্রী লুৎফুন্নিসার জন্যে
  • ক্লাইভের আদেশে

৭. মোহাম্মদি বেগ নবাব সিরাজউদ্দৌলাকে মারার জন্যে কত টাকা দাবি করে?

  • ১৫ হাজার টাকা
  • ১০ হাজার টাকা
  • ৫ হাজার টাকা
  • ২৯ হাজার টাকা