রেইনকোট টেস্ট-১

রেইনকোট টেস্ট-১

১. আখতারুজ্জামান ইলিয়াস কত তারিখে জন্মগ্রহণ করেন?

  • ১৯৪৩ সালের ১১ই ফেব্রুয়ারি
  • ১৯৪৪ সালের ১১ই ফেব্রুয়ারি
  • ১৯৪৪ সালের ১৩ই ফেব্রুয়ারি
  • ১৯৪৩ সালের ১২ই ফেব্রুয়ারি

২. আখতারুজ্জামান ইলিয়াস মূলত কী ছিলেন?

  • সাংবাদিক
  • ঔপন্যাসিক
  • কথা সাহিত্যিক
  • প্রাবন্ধিক

৩. চিলে কোঠার সেপাই’ গ্রন্থটির লেখক কে?

  • আনিসুজ্জামান
  • আখতারুজ্জামান ইলিয়াস
  • মানিক বন্দ্যোপাধ্যায়
  • রোকেয়া সাখাওয়াত হোসেন

৪. সাহিত্য রচনার ক্ষেত্রে আখতারুজ্জামান ইলিয়াস কোন বিষয়ের ওপর জোর দেননি?

  • সংখ্যা বৃদ্ধির
  • গুণগত মানের
  • সমকালীন বিষয়ের
  • অলংকারের

৫. আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন কোন জেলায়?

  • বগুড়া
  • গাইবান্ধা
  • পঞ্চগড়
  • দিনাজপুর

৬. আখতারুজ্জামান ইলিয়াসের পাঁচটি গল্পগন্থে কয়টি গল্প সংকলিত আছে?

  • ২৮টি
  • ২৯টি
  • ৩০টি
  • ৩১টি

৭. আখতারুজ্জামান ইলিয়াসের সর্বশেষ গল্পগ্রন্থ কোনটি?

  • জাল স্বপ্ন স্বপ্নের জাল
  • খোঁয়ারি
  • দোজখের ওম
  • দুধ ভাতে উৎপাত

৮. আখতারুজ্জামান ইলিয়াসের পিতৃদত্ত নাম কী?

  • মোহাম্মদ আখতারুজ্জামান
  • মোহাম্মদ ইলিয়াস উদ্দিন
  • আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস
  • আখতারুজ্জামা্ন ইলিয়াস

৯. আখতারুজ্জামান ইলিয়াস রচিত উপন্যাসের সংখ্যা কয়টি?

  • 2
  • 3
  • 4
  • 5

১০. ‘রেইনকোট’ গল্পে কখন থেকে বৃষ্টি শুরু হওয়ার কথা বলা হয়েছে?

  • সকাল থেকে
  • বিকাল থেকে
  • রাত থেকে
  • ভোররাত থেকে