উপন্যাস - ২

উপন্যাস - ২

১. থোতামুখের তালগাছটি বিবি আমেনার কাছে কিসের নিশানা ছিল? i. আনন্দের ii. ক্রোধের iii. সুখের নিচের কোনটি সঠিক?

  • i, ii
  • i, iii
  • ii, iii
  • i, ii, iii

২. আক্কাসের পিতার নাম কী?

  • দুদু মিঞা
  • মোদাব্বের মিঞা
  • খালেক ব্যাপারী
  • আলমগীর

৩. আক্কাস কী প্রতিষ্ঠার উদ্যোগ নেয়?

  • মাদ্রাসা
  • স্কুল
  • পাঠাগার
  • হাসপাতাল

৪. মজিদের মুখে জমিলার থুতু নিক্ষেপ কোন বিষয়টি প্রকাশ করে?

  • গর্ব
  • ক্ষোভ
  • হিংসা
  • ক্রোধ

৫. নিচের উদ্দীপকটি পড়ে ১৩ নং প্রশ্নের উত্তর দাও- গ্রামের দুষ্ট ছেলেদের জন্যে করিম একটি স্কুল তৈরী করার কথা বললে গ্রামের সবাই তার সমর্থন করে। উদ্দীপকের করিমের সাথে ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের মিল আছে?

  • আক্কাস
  • মজিদ
  • খালেক ব্যাপারী
  • আমিনউদ্দিন

৬. নিচের উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও- রহিম সমাজের গরীব বৃদ্ধদের জন্য একটি বৃদ্ধাশ্রম নির্মাণ করার প্রতিশ্রুতি নেয়। কাজ শুরু করার পর গ্রামের স্বার্থান্বেষী এক মৌলবী তার বিপক্ষে ষড়যন্ত্র শুরু করে এ বলে যে এই টাকা দিয়ে একটি মাদ্রাসা তৈরী করলে উপকার হবে।ফলে আর তার বৃদ্ধাশ্রম তৈরী করা হয় না। উদ্দীপকের মৌলবীর সাথে ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের মিল আছে?

  • মজিদ
  • রহিমা
  • খালেক ব্যাপারী
  • আক্কাস

৭. উদ্দীপকের রহিমের সাথে ‘লালসালু’ উপন্যাসের আক্কাস চরিত্রটি কীসের প্রেক্ষাপটে তুলনীয়?

  • দুঃসাহস
  • বিচ্ছিন্নতাবোধ
  • সমাজসেবা
  • কপটতা