অপরিচিতা টেস্ট-৩

অপরিচিতা টেস্ট-৩

১. ‘তবু ইহার বিশেষ মূল্য আছে’-এখানে কীসের মূল্যের কথা বলা হয়েছে?

  • অনুপমের ধর্মের
  • অনুপমের কর্মের
  • অনুপমের মরণের
  • অনুপমের জীবনের

২. অনুপমের মতে, কন্যার পিতামাত্রই কোনটি স্বীকার করবেন?

  • অনুপম ব্যক্তিত্বসম্পন্ন
  • অনুপম রুচিবান
  • অনুপম সৎপাত্র
  • অনুপম রূপবান

৩. ‘অপরিচিতা’ গল্পে কে নিজেকে ভালো মানুষ বলে আখ্যা দিয়েছে?

  • মামা
  • কল্যাণী
  • হরিশ
  • অনুপম

৪. হরিশ কোথায় কাজ করত?

  • কানপুরে
  • কলকাতায়
  • আন্দামানে
  • রাজপুরে

৫. ‘মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তার কাছে গুরুতর’-কার নিকট?

  • হরিশের
  • অনুপমের
  • মামার
  • ঘটকের

৬. ‘অপরিচিতা’ গল্পে রসবোধসম্পন্ন চরিত্র কোনটি?

  • শম্ভুনাথ
  • হরিশ
  • বিনুদা
  • কল্যাণী

৭. অপরিচিতা’ গল্পে কোন দ্বীপের উল্লেখ আছে?

  • আন্ডামান দ্বীপ
  • বালি দ্বীপ
  • ক্যারিবিয় দ্বীপ
  • হাইকু দ্বীপ

৮. মন্দ নয় হে, খাঁটি সোনা বটে।–উক্তিটি কার?

  • ঘটকের
  • বিনুদার
  • মামার
  • হরিশের

৯. অপরিচিতা’ গল্পে কোন সময় অনুপম বিনু দাদার বাড়িতে যেত?

  • দুপুরে
  • বিকালে
  • সন্ধ্যায়
  • রাতে

১০. বাবাজি একবার এদিকে আসতে হচ্ছে’-উক্তিটি কার?

  • মায়ের
  • হরিশের
  • শম্ভুনাথের
  • মামার