চাষার দুক্ষু টেস্ট-১

চাষার দুক্ষু টেস্ট-১

১. রোকেয়া সাখাওয়াত হোসেন কত তারিখে জন্মগ্রহণ করেন?

  • ১৮৮০ সালের ৮ই ডিসেম্বর
  • ১৮৮১ সালের ৯ই ডিসেম্বর
  • ১৮৮২ সালের ১০ই ডিসেম্বর
  • ১৮৮০ সালের ৯ই ডিসেম্বর

২. প্রাবন্ধিক রোকেয়ার প্রকৃত নাম কী?

  • রাহাতুন্নেসা খাতুন
  • রোকেয়া সাখাওয়াত হোসেন
  • বেগম রোকেয়া
  • রোকেয়া খাতুন

৩. রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেন?

  • জয়পুরহাট জেলার পাঁচবিবিতে
  • পঞ্চগড় জেলার কেশবপুরে
  • ঠাকুরগাঁও জেলার মদনপুরে
  • রংপুর জেলার পায়রাবন্দে

৪. রোকেয়ার স্বামীর নাম কী?

  • মির্জা সাখাওয়াত হোসেন
  • মীর সাখাওয়াত হোসেন
  • শেখ সাখাওয়াত হোসেন
  • সৈয়দ সাখাওয়াত হোসেন

৫. বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত কে?

  • সিদ্দিকা কবীর
  • সেলিনা কামাল
  • রোকেয়া সাখাওয়াত হোসেন
  • সুফিয়া কামাল

৬. কার অনুপ্রেরণায় রোকেয়ার জ্ঞানার্জনের পথ অধিকতর সুগম হয়?

  • ভাইয়ের
  • বোনের
  • স্বামীর
  • পিতার

৭. কত বছর বয়সে রোকেয়ার বিয়ে হয়?

  • ১৪ বছর
  • ১৬ বছর
  • ১৮ বছর
  • ২০ বছর

৮. ‘সুলতানার স্বপ্ন’ কী ধরনের রচনা?

  • উপন্যাস
  • নাটক
  • কাব্যগ্রন্থ
  • কাব্যনাটক

৯. ‘অবরোধবাসিনী’ গ্রন্থটি কে লিখেছেন?

  • সেলিনা হোসেন
  • জাহানারা ইমাম
  • রোকেয়া সাখাওয়াত হোসেন
  • সুফিয়া কামাল

১০. কত সালে রোকেয়ার জীবনবসান ঘটে?

  • ১৯৩২ সালে
  • ১৯৩৬ সালে
  • ১৯৩৮ সালে
  • ১৯৪১ সালে