ঐকতান কবিতা টেস্ট-৩

ঐকতান কবিতা টেস্ট-৩

১. বিশ্বের আয়োজনে কবির মন কোথায় থাকে?

  • সুন্দরের লীলায়
  • বিশাল বিশ্বজুড়ে
  • বিশ্বের ক্ষুদ্র কোণে
  • ধানের ক্ষেতে

২. ভিক্ষালব্ধ ধন’ বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?

  • ভিক্ষার জিনিস
  • অন্যের ধন
  • বাস্তব অভিজ্ঞতা
  • অর্জিত জ্ঞান

৩. এই স্বরসাধনায় পৌঁছিল না বহুতর ডাক’-এখানে ‘বহুতর ডাক’ দ্বারা কী বোঝায়?

  • অন্যের ডাক
  • জগতের বৈচিত্র্য
  • চিৎকার করে ডাক
  • জনতার আহ্বান

৪. শিল্পীর সৃষ্টি কৃত্রিম পণ্যে পরিণত হয় কেন?

  • জীবনের সঙ্গে অর্থের সংযোগ ঘটাতে না পারলে
  • জীবনের সঙ্গে জীবনের সংযোগ ঘটাতে না পারলে
  • জীবনের সঙ্গে সাহিত্যেল সংযোগ ঘটাতে না পালে
  • জীবনের সঙ্গে আধুনিকতার সংযোগ ঘটাতে না পারলে

৫. প্রকৃতির ঐকতানস্রোত’ বলতে কী বোঝায়?

  • বিচিত্রের মিলন
  • নিরন্তর প্রবহমানতা
  • প্রকৃতির নৃশংসতা
  • জলমগ্ন প্রকৃতি

৬. সুরের অপূর্ণতার জন্য কবি কোন কথাটি মেনে নেন?

  • ব্যর্থতার কথা
  • বেদনার কথা
  • তাচ্ছিল্যের কথা
  • নিন্দার কথা

৭. পৃথিবীর বিশাল জ্ঞানভাণ্ডার থেকে মানুষ সামান্য জ্ঞানই সংগ্রহ করতে পারে। উক্ত দিকটি তোমার পঠিত ‘ঐকতান’ কবিতার কোন চরণের সাথে সাদৃশ্যপূর্ণ?

  • যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী
  • বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি
  • যে কবির বাণী-লাগি কান পেতে আছি
  • পাই নে সর্বত্র তার প্রবেশের দ্বার

৮. কবি কেন ব্রাত্য মানুষের সঙ্গে যোগসূত্র স্থাপন করতে পারেননি?

  • ব্যস্ততার জন্য
  • অসুস্থতার জন্য
  • সীমাবদ্ধতার জন্য
  • অলসতার জন্য

৯. লাভ করি আনন্দের ভোগ’-এখানে ‘ভোগ’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

  • খাওয়া
  • ত্যাগ
  • প্রসাদ
  • উপভোগ

১০. ঐকতান’ কবিতায় ‘ঐকতান’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

  • কবিতার উপমা
  • গানের বাদ্যযন্ত্র
  • সম্মিলিত সুর
  • বৈচিত্রময় জনজীবনের সম্মিলন