ঔপন্যাসিক-পরিচিতি

ঔপন্যাসিক-পরিচিতি

১. সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন ?

  • রাজশাহী
  • কুমিল্লা
  • চট্টগ্রাম
  • খুলনা

২. সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯২৭
  • ১৯২২
  • ১৯৩২
  • ১৯৩৫

৩. সৈয়দ ওয়ালীউল্লাহ্ এর পিতা ছিলেন একজন-

  • পত্রিকা সম্পাদক
  • বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক
  • সরকারি কর্মকর্তা
  • আইনজীবী

৪. সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোন ইংরেজি দৈনিকের সাব-এডিটর হিসেবে নিযুক্ত হন?

  • দি ইন্ডিয়া
  • দি স্টেটসম্যান
  • দি এশিয়া
  • দি ডেইলি নিউজ

৫. সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত খ্রিষ্টাব্দে ঢাকা বেতার কেন্দ্রে যোগদান করেন?

  • ১৯৪৭
  • ১৯৪৫
  • ১৯৫০
  • ১৯৪৮

৬. সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত খ্রিষ্টাব্দে করাচি বেতার কেন্দ্রে যোগদান করেন?

  • ১৯৪৮
  • ১৯৫২
  • ১৯৫০
  • ১৯৪৮

৭. সৈয়দ ওয়ালীউল্লাহ্ করাচি বেতার কেন্দ্রে কী হিসেবে যোগ করেন?

  • পরিচালক
  • বার্তা সম্পাদক
  • সংবাদ সম্পাদক
  • স্টেশন ঘোষক

৮. সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে পরলোক গমন করেন?

  • ১৯৭০ সালের ১০ই অক্টোবর
  • ১৯৭১ সালের ১০ই অক্টোবর
  • ১৯৭০ সালের ৫ই নভেম্বর
  • ১৯৭১ সালের ৫ই নভেম্বর

৯. কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহ্ এরলেখা নাটক নয়?

  • লালসালু
  • সুড়ঙ্গ
  • উজানে মৃত্যু
  • বহিপীর

১০. কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহ্ এর লেখা গল্পগ্রন্থ ? i. বহিপীর ii. দুই তীর ও অন্যান্য গল্প iii. নয়নচারা নিচের কোনটি সঠিক?

  • i, ii
  • i, iii
  • ii, iii
  • i, ii, iii

১১. কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহ্ এর লেখা গল্পগ্রন্থ নয়? i. লালসালু ii. চাঁদের অমাবস্যা iii. কাঁদো নদী কাঁদো নিচের কোনটি সঠিক?

  • i, ii
  • i, iii
  • ii, iii
  • i, ii, iii

১২. সৈয়দ ওয়ালীউল্লাহ কোথা হতে বিএ পাশ করেন?

  • ঢাকা কলেজ
  • কারমাইকেল কলেজ
  • আনন্দমোহন কলেজ
  • প্রেসিডেন্সি কলেজ