প্রথম অঙ্ক - দ্বিতীয় দৃশ্য

প্রথম অঙ্ক - দ্বিতীয় দৃশ্য

১. সিরাজউদ্দৌলা নাটকে প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্যের সময়কাল

  • ১৭৫৭ সাল, ১০ই মার্চ
  • ১৭৫৭ সাল, ৯ই জুন
  • ১৭৫৬ সাল, ৩রা জুলাই
  • ১৭৫৬ সাল, ৯ই জুলাই

২. সিরাজউদ্দৌলা নাটকে দ্বিতীয় দৃশ্য কোন স্থানে ছিল?

  • নবাবের দরবার
  • ঘসেটি বেগম
  • ফোর্ট উইলিয়ম জাহাজ
  • ফোর্ট উইলিয়ম দুর্গ

৩. কিলপ্যাট্রিক কত সৈন্য নিয়ে হাজির হয়েছিলেন?

  • হাজার
  • তিন-চার হাজার
  • শ-আড়াই
  • পাঁচ-ছয় শত

৪. ইংরেজদের কত গুন দাম দিয়ে সওদাপাতি কিনতে হয়েছিল?

  • দুই
  • চার
  • পাঁচ
  • ছয়

৫. কোম্পানি থেকে কয়টি জাহাজ আসে?

৬. নবীন মাধব নিতান্তই অকর্মণ্য । নাচওয়ালি ছাড়া সে কিছুই জানে না।নবীন মাধব চরিত্রটির সাথে সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের মিল খুঁজে পাওয়া যায়?

  • শওকতজঙ্গ
  • জগৎশেঠ
  • রাজবল্লভ
  • কৃষ্ণবল্লভ

৭. জনৈক ইংরেজ মহিলার ভাষ্য অনুযায়ী ইংরেজদের পরিস্থিতি হলো- i. দিনের পর দিন একবেলা খেতে হচ্ছে ii. প্রায়ই না খেয়ে থাকতে হচ্ছে iii. অহোরাত্র এক কাপড় পরে থাকতে হচ্ছে নিচের কোনটি সঠিক?

  • i, ii
  • i, iii
  • ii, iii
  • i, ii, iii