প্রথম অঙ্ক - দ্বিতীয় দৃশ্য ১. সিরাজউদ্দৌলা নাটকে প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্যের সময়কাল ১৭৫৭ সাল, ১০ই মার্চ ১৭৫৭ সাল, ৯ই জুন ১৭৫৬ সাল, ৩রা জুলাই ১৭৫৬ সাল, ৯ই জুলাই ২. সিরাজউদ্দৌলা নাটকে দ্বিতীয় দৃশ্য কোন স্থানে ছিল? নবাবের দরবার ঘসেটি বেগম ফোর্ট উইলিয়ম জাহাজ ফোর্ট উইলিয়ম দুর্গ ৩. কিলপ্যাট্রিক কত সৈন্য নিয়ে হাজির হয়েছিলেন? হাজার তিন-চার হাজার শ-আড়াই পাঁচ-ছয় শত ৪. ইংরেজদের কত গুন দাম দিয়ে সওদাপাতি কিনতে হয়েছিল? দুই চার পাঁচ ছয় ৫. কোম্পানি থেকে কয়টি জাহাজ আসে? ৩ ৬ ৫ ৪ ৬. নবীন মাধব নিতান্তই অকর্মণ্য । নাচওয়ালি ছাড়া সে কিছুই জানে না।নবীন মাধব চরিত্রটির সাথে সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের মিল খুঁজে পাওয়া যায়? শওকতজঙ্গ জগৎশেঠ রাজবল্লভ কৃষ্ণবল্লভ ৭. জনৈক ইংরেজ মহিলার ভাষ্য অনুযায়ী ইংরেজদের পরিস্থিতি হলো- i. দিনের পর দিন একবেলা খেতে হচ্ছে ii. প্রায়ই না খেয়ে থাকতে হচ্ছে iii. অহোরাত্র এক কাপড় পরে থাকতে হচ্ছে নিচের কোনটি সঠিক? i, ii i, iii ii, iii i, ii, iii কুইজ সমাপ্ত করুন