চতুর্থ অঙ্ক - দ্বিতীয় দৃশ্য ১. সিরাজউদ্দৌলা নাটকে চতুর্থ অঙ্কের প্রথম দৃশ্য কখন ছিল? ১৭৫৬ সাল, ১০ জুলাই ১৭৫৭ সাল, ২ জুলাই ১৭৫৬ সাল, ২৯এ জুন ১৭৫৬ সাল, ২৩এ জুন ২. সিরাজউদ্দৌলা নাটকে চতুর্থ অঙ্কের দ্বিতীয় দৃশ্য কোন স্থানে ছিল? মিরজাফরের দরবার জাফরাগঞ্জের কয়েদখানা নবাবের দরবার পলাশির যুদ্ধক্ষেত্র ৩. সিরাজউদ্দৌলা নাটকে শেষ উক্তিটি কার? মিরন সিরাজ মোহম্মদি বেগ ক্লাইভ ৪. নিচের উদ্দীপকটি পড়ে ৮৯ ও ৯০ নং প্রশ্নের উত্তর দাও- জামিল সাহেব রায়হানকে রাস্তা থেকে কুড়িয়ে এনে লালন পালন করেন।লেখাপড়া শেখান।জামিল সাহেব নিজের সন্তানের মতোই তাকে ভালোবাসতেন।কিন্তু জামিল সাহেব মারা যাওয়ার পর রায়হান সম্পত্তির লোভে জামিল সাহেবের ছেলেকে হত্যা করে। উদ্দীপকের রায়হান নিচের কোন চরিত্রের সাথে তুলনীয়? মোহাম্মদি বেগ মির জাফর মোহন লাল মিরন ৫. সিরাজউদ্দৌলা নাটকে দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন- i. মিরমর্দান ii. নৌবে সিং iii. বদ্রিআলি নিচের কোনটি সঠিক? i, ii i, iii ii, iii i, ii, iii কুইজ সমাপ্ত করুন