আমি কিংবদন্তির কথা বলছি টেস্ট-১ ১. আবু জাফর ওবায়দুল্লাহ কত তারিখে জন্মগ্রহণ করেন? ৮ ফেব্রুয়ারি, ১৯৩৩ ৮ ফেব্রুয়ারি, ১৯৩৫ ৯ ফেব্রুয়ারি, ১৯৩৪ ৮ ফেব্রুয়ারি, ১৯৩৪ ২. আবু জাফর ওবায়দুল্লাহ যে গ্রামে জন্মগ্রহণ করেন তার নাম কী? বহেরচর-ক্ষুদ্রকাঠি শিলচর-ক্ষুদ্রকাঠি শিলচর-বড়কাঠি বহেরচর-বড়কাঠি ৩. আবু জাফর ওবায়দুল্লাহ কোন জেলায় জন্মগ্রহণ করেন? ঢাকা বরিশাল বাগেরহাট বরগুনা ৪. অধ্যাপনা ছেড়ে আবু জাফর ওবায়দুল্লাহ কোন পেশায় যোগ দেন? সাংবাদিকতায় বাংলা একাডেমিতে সিভিল সার্ভিসে এনজিও প্রতিষ্ঠানে ৫. আবু জাফর ওবায়দুল্লাহর কবিতার মূল বিষয় কোনটি? স্বদেশপ্রেম প্রকৃতিপ্রেম রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ গণঅভ্যুত্থান ৬. সাত নরীর হার’ ও ‘কখনো রং কখনো সুর’ কাব্যগ্রন্থ দুটির রচয়িতা কে? সিকানদার আবু জাফর আল মাহমুদ মামসুর রহমান আবু জাফর ওবায়দুল্লাহ ৭. নিচের কোন কাব্যগ্রন্থটি আবু জাফর ওবায়দুল্লাহ রচিত? কুহু ও কেকা কনকাঞ্জলি কালের কলস কমলের চোখ ৮. আবু জাফর ওবায়দুল্লাহ রচিত ‘বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা’ কী ধরনের রচনা? নাটক গল্পগ্রন্থ কাব্যগ্রন্থ উপন্যাস ৯. আবু জাফর ওবায়দুল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন? ১৯৯০ খ্রিষ্টাব্দের ১৯শে মার্চ ২০০১ খ্রিষ্টাব্দের ১৯শে মার্চ ২০০২ খ্রিষ্টাব্দের ১৯শে মার্চ ২০০০ খ্রিষ্টাব্দের ১৯শে মার্চ ১০. কবি আবু জাফর ওবায়দুল্লাহ কোন পুরুষের কথা বলেছেন? পূর্বপুরুষ মাতৃপুরুষ পিতৃপুরুষ উত্তরপুরুষ কুইজ সমাপ্ত করুন