আমি কিংবদন্তির কথা বলছি টেস্ট-১

আমি কিংবদন্তির কথা বলছি টেস্ট-১

১. আবু জাফর ওবায়দুল্লাহ কত তারিখে জন্মগ্রহণ করেন?

  • ৮ ফেব্রুয়ারি, ১৯৩৩
  • ৮ ফেব্রুয়ারি, ১৯৩৫
  • ৯ ফেব্রুয়ারি, ১৯৩৪
  • ৮ ফেব্রুয়ারি, ১৯৩৪

২. আবু জাফর ওবায়দুল্লাহ যে গ্রামে জন্মগ্রহণ করেন তার নাম কী?

  • বহেরচর-ক্ষুদ্রকাঠি
  • শিলচর-ক্ষুদ্রকাঠি
  • শিলচর-বড়কাঠি
  • বহেরচর-বড়কাঠি

৩. আবু জাফর ওবায়দুল্লাহ কোন জেলায় জন্মগ্রহণ করেন?

  • ঢাকা
  • বরিশাল
  • বাগেরহাট
  • বরগুনা

৪. অধ্যাপনা ছেড়ে আবু জাফর ওবায়দুল্লাহ কোন পেশায় যোগ দেন?

  • সাংবাদিকতায়
  • বাংলা একাডেমিতে
  • সিভিল সার্ভিসে
  • এনজিও প্রতিষ্ঠানে

৫. আবু জাফর ওবায়দুল্লাহর কবিতার মূল বিষয় কোনটি?

  • স্বদেশপ্রেম
  • প্রকৃতিপ্রেম
  • রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ
  • গণঅভ্যুত্থান

৬. সাত নরীর হার’ ও ‘কখনো রং কখনো সুর’ কাব্যগ্রন্থ দুটির রচয়িতা কে?

  • সিকানদার আবু জাফর
  • আল মাহমুদ
  • মামসুর রহমান
  • আবু জাফর ওবায়দুল্লাহ

৭. নিচের কোন কাব্যগ্রন্থটি আবু জাফর ওবায়দুল্লাহ রচিত?

  • কুহু ও কেকা
  • কনকাঞ্জলি
  • কালের কলস
  • কমলের চোখ

৮. আবু জাফর ওবায়দুল্লাহ রচিত ‘বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা’ কী ধরনের রচনা?

  • নাটক
  • গল্পগ্রন্থ
  • কাব্যগ্রন্থ
  • উপন্যাস

৯. আবু জাফর ওবায়দুল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

  • ১৯৯০ খ্রিষ্টাব্দের ১৯শে মার্চ
  • ২০০১ খ্রিষ্টাব্দের ১৯শে মার্চ
  • ২০০২ খ্রিষ্টাব্দের ১৯শে মার্চ
  • ২০০০ খ্রিষ্টাব্দের ১৯শে মার্চ

১০. কবি আবু জাফর ওবায়দুল্লাহ কোন পুরুষের কথা বলেছেন?

  • পূর্বপুরুষ
  • মাতৃপুরুষ
  • পিতৃপুরুষ
  • উত্তরপুরুষ