প্রথম অঙ্ক - তৃতীয় দৃশ্য

প্রথম অঙ্ক - তৃতীয় দৃশ্য

১. সিরাজউদ্দৌলা নাটকে প্রথম অঙ্কের তৃতীয় দৃশ্যের সময়কাল -

  • ১৭৫৭ সাল, ১০ই নভেম্বর
  • ১৭৫৬ সাল, ১০ই অক্টোবর
  • ১৭৫৭ সাল, ১৯এ মে
  • ১৭৫৬ সাল, ১০ই মে

২. সিরাজউদ্দৌলা নাটকে তৃতীয় দৃশ্য কোন স্থানে ছিল?

  • নবাবের দরবার
  • মিরজাফরের দরবার
  • ঘসেটি বেগমের বাড়ি
  • ফোর্ট উইলিয়ম দুর্গ

৩. “সিরাজের পতন কে না চায়” উক্তিটি কার?

  • উমিচাঁদ
  • ঘসেটি বেগম
  • জগৎসেট
  • রাজবল্লভ

৪. কে দওলতের পূজারী?

  • ঘসেটি বেগম
  • মিরজাফর
  • মিরমর্দান
  • উমিচাঁদ

৫. কোন জায়গার জলসা নবাব সিরাজউদ্দৌলা চিরকালের জন্যে ভেঙে দেন?

  • ফার্মগেট
  • মতিঝিল
  • কলকাতা
  • আলিনগর

৬. ‘কলিমুদ্দিন দফাদার’ সবসময় পাকিস্তানি বাহিনীর সঙ্গে থাকলেও অন্তরালে মুক্তিযোদ্ধাদের তথ্য দিয়ে সহায়তা করতেন। তার চরিত্রের কোন বিশেষ দিকটি রায়সুল জুহালার কর্মকান্ডে প্রতিভাত হয়?

  • কুশলী
  • দেশপ্রেম
  • কূটকৌশল
  • আত্মমর্যাদা