ণত্ব বিধান

ণত্ব বিধান

১. শুদ্ধ বানানটি চিহ্নিত করো।

  • ধরণ
  • চিরুনি
  • অঘ্রাণ
  • দক্ষিন

২. কোন পদের বানানে মূর্ধন্য-ণ হয় না?

  • বিশেষ্য
  • অব্যয়
  • বিশেষণ
  • ক্রিয়া

৩. কোন বানানটি ভুল?

  • কর্ণ
  • পূর্ণ
  • হর্ণ
  • জীর্ণ

৪. কোন শব্দের বানানেই কেবল মূর্ধন্য-ণ ব্যবহৃত হয়?

  • তৎসম
  • তদ্ভব
  • দেশি
  • বিদেশি

৫. নিচের কোন শব্দটির বানান ভুল?

  • ত্রিণয়ন
  • নির্নিমেষ
  • সর্বনাম
  • দুর্নীতি

৬. কোন বর্গীয় বর্ণের পরে যুক্ত ন সাধারণত মূর্ধন্য-ণ হয় না?

  • চ-বর্গীয়
  • ট-বর্গীয়
  • প-বর্গীয়
  • ত-বর্গীয়

৭. মূর্ধন্য-ণ ব্যবহারের নিয়ম নয় কোনটি?

  • তৎসম শব্দে কোনো ব্যঞ্জনে র-ফলা থাকলে তার পরের ন-ধ্বনি মূর্ধন্য-ণ হয়
  • তৎসম শব্দে রেফ এর পরের ন-ধ্বনি মূর্ধন্য-ণ হয়
  • যুক্তব্যঞ্জন 'ক্ষ' এর পরে মূর্ধন্য-ণ ব্যবহৃত হয়
  • প্র, পরি, নির - এ তিনটি উপসর্গের পরে ণত্ব বিধি অনুযায়ী ন-ধ্বনি হিসেবে মূর্ধন্য-ণ ব্যবহার করা যায় না

৮. স্বভাবতই মূর্ধন্য-ণ ব্যবহৃত হয় নি কোন শব্দটিতে?

  • নিপুণ
  • ব্রাহ্মণ
  • ভণিতা
  • কল্যাণ

৯. নিচের কোন শব্দে স্বভাবতই মূর্ধন্য-ণ হয়?

  • কৃপণ
  • ব্যাকরণ
  • ভাষণ
  • কণিকা

১০. কোন বর্ণটির পরে সাধারণত মূর্ধন্য-ণ ব্যবহৃত হয় না?

১১. তৎসম শব্দের বানানে কোন বর্গীয় ধ্বনির আগে সবসময় মূর্ধন্য-ণ হয়?

  • চ-বর্গীয়
  • ক-বর্গীয়
  • ত-বর্গীয়
  • ট-বর্গীয়