সার্থক বাক্যের বৈশিষ্ট্যসমূহ ১. বাক্যের সার্থকতা কয়টি বিশেষ লক্ষণের উপর নির্ভর করে? ২ টি ৩ টি ৪ টি ৫ টি ২. সংগত ও অর্থবহ বাক্য গঠনের ক্ষেত্রে পদগুচ্ছের প্রচ্ছন্ন গুণকেই বলে - আকাঙ্ক্ষা আসত্তি যোগ্যতা বোধগম্যতা ৩. আসত্তি অনুযায়ী সার্থক বাক্য কোনটি? খুব করছে ব্যথা মাথা। কথা সবসময় বলবে সত্য। ও রাজনীতি জড়িত ইতিহাস ওতপ্রোতভাবে। অনেক বছর পরে দেখা হলো তোমার সাথে। ৪. আসত্তি শব্দটির অর্থ কী? প্রবণতা নৈকট্য আশ্বস্ত নতুন ৫. নিচের কোনটিতে যোগ্যতার শর্ত পূরণ না হলেও গ্রহণ করা হয়? বাইরে এত রোদ যে সোয়েটার না পরে বের হওয়া যাচ্ছে না। আমরা প্রতি সন্ধ্যায় সূর্যোদয় দেখতে বের হই। উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ। বৃষ্টিতে পুকুরের সব পানি উড়ে গেছে। ৬. যোগ্যতার শর্ত পূরণ না হওয়ায় সার্থক বাক্য হয় নি কোনটি? যমুনা নদীতে অনেক নীলতিমি দেখা যায়। কাল থেকে রোজ। আমার বাবা একজন নার্স। ঢাকার রাজধানী বাংলাদেশের কোটি দুই জনসংখ্যা। ৭. বাক্য গঠনের ক্ষেত্রে আকাঙ্ক্ষা দ্বারা কী বোঝায়? বাক্য অর্থপূর্ণ করার জন্য পদের ক্রম ঠিক রাখা। বাক্য অর্থপূর্ণ করার জন্য পদের ক্রম ঠিক রাখা। উপযুক্ত, যৌক্তিক শব্দ চয়ন করে বাক্য গঠন করা। একই বাক্যে সাধু ও চলিতের মিশ্রণ না ঘটানো। ৮. "সে তোমার বাসায়" বাক্য হয় নি কোন গুণটির অভাবে? আকাঙ্ক্ষা আসত্তি যোগ্যতা বোধগম্যতা কুইজ সমাপ্ত করুন