উক্তি ও উক্তির প্রকরণ

উক্তি ও উক্তির প্রকরণ

১. উক্তি কত প্রকার?

  • ২ প্রকার
  • ৩ প্রকার
  • ৪ প্রকার
  • ৫ প্রকার

২. স্বাগতা বলেছিল, "আমার বড় চাচা আজই ফিরছেন।" - পরোক্ষ উক্তিতে কী হবে?

  • স্বাগতা বলেছিল যে আমার বড় চাচা আজই ফিরছেন।
  • স্বাগতা বলেছিল যে তার বড় চাচা সেদিনই ফিরছেন।
  • স্বাগতা বলেছিল যে তার বড় চাচা সেদিনই ফিরছিলেন।
  • স্বাগতা বলেছিল যে তার বড় চাচা সেদিনই ফিরবেন।

৩. নানী জিজ্ঞেস করলেন, "কয়টা বাজে?" - পরোক্ষ উক্তির বাক্যটি কী হবে?

  • কয়টা বাজে নানী তা জানতে চাইলেন।
  • নানী তাঁকে জিজ্ঞেস করলেন কয়টা বাজে।
  • নানী সময় জানতে চাইলেন।
  • নানী সময় জানতে চান।

৪. উক্তি পরিবর্তনের ক্ষেত্রে কোন নিয়মটি ঠিক নয়?

  • অর্থ-সঙ্গতি রক্ষার জন্য সর্বনামের পরিবর্তন করতে হয়
  • অর্থ-সঙ্গতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে ক্রিয়াপদের পরিবর্তন হতে পারে
  • প্রত্যক্ষ উক্তির কালবাচক পদ পরোক্ষ উক্তিতে অপরিবর্তিত থাকে
  • প্রত্যক্ষ উক্তিতে কোনো চিরন্তন সত্য থাকলে তা পরোক্ষ উক্তিতে অপরিবর্তিত থাকে

৫. প্রত্যক্ষ উক্তিতে কোনো চিরন্তন সত্য থাকলে তা পরোক্ষ উক্তিতে অপরিবর্তিত থাকে

  • আজ - সেদিন
  • গতকাল - পূর্বদিন
  • এখানে - সেখানে
  • এখনই - তখনই