শুদ্ধিকরণ

শুদ্ধিকরণ

১. নিচের কোন বানানটি শুদ্ধ?

  • আকাংখা
  • আকাংক্ষা
  • আকাঙখা
  • আকাঙ্ক্ষা

২. সঠিক বানানগুলি চিহ্নিত করো।

  • মুহুর্ত, মুমুর্ষ
  • মুহূর্ত, মুমূর্ষু
  • মূহুর্ত, মূমুর্ষু
  • মূহর্ত, মুমুর্ষু

৩. শুদ্ধ বানান কোনটি?

  • সমিচিন
  • সমীচিন
  • সমীচীন
  • সমিচীন

৪. কোনটি সঠিক?

  • অতিষ্ঠ
  • অতীষ্ট
  • দীর্ঘজীবি
  • অত্যান্ত্য

৫. নিচের কোন বানানটি শুদ্ধ?

  • শান্তনা
  • স্বান্তনা
  • সান্তনা
  • সান্ত্বনা

৬. সঠিক বানানজোড় চিহ্নিত করো।

  • ইতিপূর্বে, ইতিমধ্যে
  • ইতোপূর্বে, ইতোমধ্যে
  • ইতঃপূর্বে, ইতোমধ্যে
  • ইতঃপূর্বে, ইতঃমধ্যে

৭. দুইটি বানানই ঠিক আছে কোনটিতে?

  • জৈষ্ঠ্য, আষাঢ়
  • জৈষ্ঠ, আষাঢ়
  • জ্যৈষ্ঠ, আষাড়
  • জ্যৈষ্ঠ, আষাঢ়

৮. কোন বানানটি সঠিক?

  • নূন্যতম
  • ন্যূনতম
  • ন্যুনতম
  • নুণ্যতম

৯. নিচের কোন দুইটি বানান শুদ্ধ?

  • দুস্থ, দুরাবস্থা
  • দুস্থ, দুরবস্থা
  • দুঃস্থ, দুরবস্তা
  • দুঃস্থ, দুরবস্থা

১০. কোনটি সঠিক নয়?

  • সান্মাসিক
  • গোষ্পদ
  • স্নেহাশিস
  • সুলোচনা

১১. সঠিক বানানজোড় কোনটি?

  • আয়ত্ত্ব, মহত্ত্ব
  • আয়ত্ত, মহত্ত
  • আয়ত্ত, মহত্ত্ব
  • আয়ত্ত্ব, মহত্ত

১২. সঠিক বানান সংবলিত শব্দ কোনগুলো?

  • ঐক্যমত, ভৌগলিক
  • ঐক্যমত্য, ভৌগোলিক
  • ঐকমত, ভৌগলিক
  • ঐকমত্য, ভৌগোলিক

১৩. শুদ্ধ বানান কোনগুলো?

  • দুর্গা, স্বরস্বতী
  • দুর্গা, সরস্বতী
  • দূর্গা, সরস্বতী
  • দূর্গা, স্বরস্বতী

১৪. কোন দুটি বানান সঠিক?

  • শ্রমজীবী, শ্রদ্ধাঞ্জলি
  • শ্রমজীবী, শ্রদ্ধাঞ্জলী
  • শ্রমজীবি, শ্রদ্ধাঞ্জলী
  • শ্রমজীবি, শ্রদ্ধাঞ্জলি