ক্রিয়াবিশেষণ ১. কোনটি ক্রিয়াবিশেষণের কাজ নয়? ক্রিয়া কখন, কোথায়, কীভাবে সম্পন্ন হয় তা ব্যক্ত করা। ক্রিয়ার গুণ, প্রকৃতি, বৈশিষ্ট্য ও অর্থ প্রকাশক শব্দ হিসেবে কাজ করা। ক্রিয়া ও কর্তার মধ্যে সম্পর্ক স্থাপন করা ক্রিয়ার প্রকার ও তীব্রতা সম্পর্কে ধারণা দেওয়া। ২. "ট্রেনটি নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছালো।" কোন ক্রিয়াবিশেষণের উদাহরণ? ধরনবাচক কালবাচক সংযোজক স্থানবাচক ৩. "বাবা সকালে হাঁটতে যান।" কোন ক্রিয়াবিশেষণের উদাহরণ? ধরনবাচক কালবাচক স্থানবাচক সংযোজক ৪. "জেলেরা নদীতে জাল ফেলছেন।" কোন ক্রিয়াবিশেষণের উদাহরণ? ধরনবাচক কালবাচক স্থানবাচক সংযোজক ৫. "কাজে তার মন নেই, অবশ্য সে কাজ পারেও না।" কোন ক্রিয়াবিশেষণের উদাহরণ? ধরনবাচক কালবাচক স্থানবাচক সংযোজক ৬. পদ সংগঠনের দিক থেকে ক্রিয়াবিশেষণ কত প্রকার? ২ প্রকার ৩ প্রকার ৪ প্রকার ৫ প্রকার কুইজ সমাপ্ত করুন