উপসর্গের প্রকারভেদ - বিদেশি উপসর্গ ১. ফারসি উপসর্গ 'বে' কোন অর্থে 'বেলাইন' শব্দটির সাথে যুক্ত হয়েছে? নেই অর্থে ভিন্ন অর্থে খারাপ অর্থে অর্ধেক অর্থে ২. আমদরবার, আমজনতা এই শব্দগুলোতে 'আম' উপসর্গটি কোন অর্থ দেয়? অনাড়ম্বর অর্থ আধিক্য অর্থ সর্বসাধারণ অর্থ বিশিষ্ট অর্থ ৩. কারবার, কারখানা এই শব্দগুলোতে 'কার' উপসর্গটি কোন অর্থ দেয়? কাজ অর্থ কম বা ঈষৎ অর্থ সর্বসাধারণ অর্থ খারাপ বা মন্দ অর্থ ৪. নিমরাজি শব্দটিতে ব্যবহৃত উপসর্গ 'নিম' কী অর্থে ব্যবহৃত হয়েছে? সামান্য অর্থে তিক্ত অর্থে অর্ধ বা প্রায় অর্থে লাজুক অর্থে ৫. 'প্রত্যেক' বোঝাতে কোন উপসর্গটি ব্যবহৃত হয়? গর ফি কার হাফ ৬. নেই বা অভাব অর্থে ব্যবহৃত হয় কোন উপসর্গটি? ফুল নিম বদ গর ৭. বমাল শব্দটিতে ব্যবহৃত উপসর্গ 'ব' কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বড় অর্থে নিন্দার্থে সহ বা সঙ্গে অর্থে বহুরকম অর্থে ৮. 'সব' বা 'বিভিন্ন' অর্থে ব্যবহৃত হয় কোন উপসর্গটি? হর ফুল বে ফি ৯. নিচের কোন উপসর্গটি নেতিবাচক অর্থ দেয় না? না বে খাস গর ১০. 'গর' উপসর্গটি গরঠিকানা শব্দটিতে কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ভুল অর্থে নেই অর্থে সহজ বা অনায়াস অর্থে পুরো অর্থে ১১. খাসকামরা শব্দটিতে 'খাস' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বাইরে অর্থে ব্যক্তিগত অর্থে আসল অর্থে উৎকৃষ্ট অর্থে ১২. বেতার শব্দটিতে 'বে' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? নেই অর্থে খারাপ অর্থে ভিন্ন অর্থে সহ বা সঙ্গে অর্থে কুইজ সমাপ্ত করুন