উপসর্গের প্রকারভেদ - বিদেশি উপসর্গ

উপসর্গের প্রকারভেদ - বিদেশি উপসর্গ

১. ফারসি উপসর্গ 'বে' কোন অর্থে 'বেলাইন' শব্দটির সাথে যুক্ত হয়েছে?

  • নেই অর্থে
  • ভিন্ন অর্থে
  • খারাপ অর্থে
  • অর্ধেক অর্থে

২. আমদরবার, আমজনতা এই শব্দগুলোতে 'আম' উপসর্গটি কোন অর্থ দেয়?

  • অনাড়ম্বর অর্থ
  • আধিক্য অর্থ
  • সর্বসাধারণ অর্থ
  • বিশিষ্ট অর্থ

৩. কারবার, কারখানা এই শব্দগুলোতে 'কার' উপসর্গটি কোন অর্থ দেয়?

  • কাজ অর্থ
  • কম বা ঈষৎ অর্থ
  • সর্বসাধারণ অর্থ
  • খারাপ বা মন্দ অর্থ

৪. নিমরাজি শব্দটিতে ব্যবহৃত উপসর্গ 'নিম' কী অর্থে ব্যবহৃত হয়েছে?

  • সামান্য অর্থে
  • তিক্ত অর্থে
  • অর্ধ বা প্রায় অর্থে
  • লাজুক অর্থে

৫. 'প্রত্যেক' বোঝাতে কোন উপসর্গটি ব্যবহৃত হয়?

  • গর
  • ফি
  • কার
  • হাফ

৬. নেই বা অভাব অর্থে ব্যবহৃত হয় কোন উপসর্গটি?

  • ফুল
  • নিম
  • বদ
  • গর

৭. বমাল শব্দটিতে ব্যবহৃত উপসর্গ 'ব' কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

  • বড় অর্থে
  • নিন্দার্থে
  • সহ বা সঙ্গে অর্থে
  • বহুরকম অর্থে

৮. 'সব' বা 'বিভিন্ন' অর্থে ব্যবহৃত হয় কোন উপসর্গটি?

  • হর
  • ফুল
  • বে
  • ফি

৯. নিচের কোন উপসর্গটি নেতিবাচক অর্থ দেয় না?

  • না
  • বে
  • খাস
  • গর

১০. 'গর' উপসর্গটি গরঠিকানা শব্দটিতে কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

  • ভুল অর্থে
  • নেই অর্থে
  • সহজ বা অনায়াস অর্থে
  • পুরো অর্থে

১১. খাসকামরা শব্দটিতে 'খাস' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

  • বাইরে অর্থে
  • ব্যক্তিগত অর্থে
  • আসল অর্থে
  • উৎকৃষ্ট অর্থে

১২. বেতার শব্দটিতে 'বে' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

  • নেই অর্থে
  • খারাপ অর্থে
  • ভিন্ন অর্থে
  • সহ বা সঙ্গে অর্থে